ফরিদপুরে উন্নয়ন সমন্বয় সভা: গ্যাস সংকট, নির্বাচন ও জনস্বাস্থ্য ইস্যুতে আলোচনা

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশের সময়: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬ । ৫:২৪ পিএম

ফরিদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ জানুয়ারি) সকাল ১১টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি ও সমসাময়িক গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বাকাহীদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম, জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসানসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি দেশব্যাপী চলমান এলপি গ্যাস সিলিন্ডার সংকট ও এর প্রভাব মোকাবিলায় করণীয় বিষয়গুলো গুরুত্ব পায়।

এছাড়া ফরিদপুর শহরের টেপাখোলা লেকপাড় উন্নয়ন কাজের অগ্রগতি পর্যালোচনা করা হয়। মধুখালিতে অবস্থিত ফরিদপুর সুগার মিল থেকে নির্গত বর্জ্যের কারণে পার্শ্ববর্তী চন্দনা নদীর পানি দূষণ ও দেশীয় মাছের ক্ষতির বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় এবং এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেওয়া হয়।

স্বাস্থ্য ঝুঁকির দিক বিবেচনায় নিপাহ ভাইরাস প্রতিরোধে কাঁচা খেজুরের রস পান না করা এবং পাখি খাওয়া বড়ই বা কাঁচা ফল না খাওয়ার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও সভায় তুলে ধরা হয়।

সভা শেষে জেলা প্রশাসক সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বয়ের মাধ্যমে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন