আদালতের রায়ে পথ খুলল: ফরিদপুর–৩ আসনে স্বতন্ত্র প্রার্থী আসিফের মনোনয়ন বৈধ

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশের সময়: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬ । ৬:০৪ পিএম

ফরিদপুর–৩ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী মোরশেদুল ইসলাম আসিফের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

রবিবার (১৮ জানুয়ারি) নির্বাচন কমিশনে অনুষ্ঠিত আপিল শুনানিতে তার মনোনয়ন বৈধ বলে রায় দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে প্রতিদ্বন্দ্বিতার পথ খুলে গেল আসিফের।

এর আগে যাচাই-বাছাইয়ে বিভিন্ন আপত্তির কারণে তার মনোনয়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে আপিল দায়ের করলে নির্বাচন কমিশনে বিস্তারিত শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে কমিশন আসিফের মনোনয়নপত্রকে আইনগতভাবে সঠিক ও গ্রহণযোগ্য বলে ঘোষণা করে।

মনোনয়ন বৈধ ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান মোরশেদুল ইসলাম আসিফ। নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ। ফরিদপুর–৩ আসনের আমার মনোনয়ন আদালত বৈধ ঘোষণা করেছেন। আল্লাহ একমাত্র সাহায্যকারী।” তার এই পোস্ট ছড়িয়ে পড়লে সমর্থক ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দ ও স্বস্তি লক্ষ্য করা যায়।

স্থানীয় রাজনৈতিক মহলে এ সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ফরিদপুর–৩ আসনটি বরাবরই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসিফের মাঠে থাকা ভোটের সমীকরণে নতুন মাত্রা যোগ করবে বলে বিশ্লেষকদের ধারণা।

এদিকে মনোনয়ন বৈধ ঘোষণার পর এলাকায় গণসংযোগ জোরদারের প্রস্তুতি নিচ্ছেন আসিফ। তার ঘনিষ্ঠ সূত্র জানায়, খুব শিগগিরই তিনি ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময়, উঠান বৈঠক ও বিভিন্ন সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন। তিনি এলাকার উন্নয়ন, সুশাসন ও জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে নির্বাচনী ইশতেহার তুলে ধরবেন বলে জানিয়েছেন।

স্থানীয় নাগরিকদের একটি অংশ মনে করছেন, স্বতন্ত্র প্রার্থীর অংশগ্রহণ নির্বাচনে প্রতিযোগিতা বাড়াবে এবং ভোটারদের সামনে বিকল্প পছন্দের সুযোগ সৃষ্টি করবে। সব মিলিয়ে আপিলের এই রায় ফরিদপুর–৩ আসনের নির্বাচনী মাঠকে আরও প্রাণবন্ত করে তুলবে বলে ধারণা করা হচ্ছে।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন