বোয়ালমারীতে ভেজাল শিশু খাদ্যের কারখানায় অভিযান, ১৫ লাখ টাকার পণ্য ধ্বংস ও জরিমানা

এন কে বি নয়ন, ফরিদপুর:
প্রকাশের সময়: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬ । ৮:২৪ পিএম

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ভেজাল শিশু খাদ্য ও নকল আচার-চিপস তৈরির একটি কারখানা ও গোডাউনে যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল খাদ্য জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের ভেজাল খাদ্যসামগ্রী জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (১৮ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বোয়ালমারী পৌরসভার আঁধারকোঠা গ্রামে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পৌর এলাকার আঁধারকোঠা গ্রামের হাসিবুর বিশ্বাসের দুই ছেলে বাহারুল বিশ্বাস ও রুহুল বিশ্বাস দীর্ঘদিন ধরে একটি স্টোর ও কারখানার আড়ালে ভেজাল শিশু খাদ্য, নকল আচার, চিপসসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে যৌথভাবে অভিযান চালিয়ে তাদের কারখানা ও গোডাউন থেকে পৌরসভার ট্রাকে চার ট্রাক ভর্তি ভেজাল খাদ্যসামগ্রী জব্দ করা হয়।

জব্দকৃত খাদ্যপণ্যের মধ্যে ছিল চটকদার মোড়কে মোড়ানো নকল জুস, আচার, চকলেট, চিপস, ভাজা, বিস্কুট, পঁচা নারকেল দিয়ে তৈরি নাড়ু এবং শিশুদের জন্য মারাত্মক ক্ষতিকর বিভিন্ন ধরনের ভেজাল খাদ্য। অভিযান শেষে এসব খাদ্যসামগ্রী রোলার দিয়ে পিষে ধ্বংস করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ বলেন, “দীর্ঘদিন ধরে শিশু খাদ্যসহ বিভিন্ন ভেজাল খাদ্য উৎপাদন ও বিক্রির অভিযোগ পাওয়া যাচ্ছিল। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হওয়ায় যৌথ অভিযানের মাধ্যমে এসব ভেজাল খাদ্য জব্দ করে ধ্বংস করা হয়েছে। পাশাপাশি অভিযুক্ত প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।”

তিনি আরও জানান, জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন