সদরপুরে পাগলা কুকুরের তাণ্ডব, শিশুসহ ৯ জন আহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬ । ৯:১৬ পিএম

ফরিদপুরের সদরপুর উপজেলায় একটি পাগলা কুকুরের আক্রমণে শিশু ও বৃদ্ধসহ ৯ জন আহত হয়েছেন।

রবিবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার সদর ইউনিয়নের বাইশরশি, সদরপুর সদর ও নয়রশিসহ আশপাশের কয়েকটি গ্রামে এ ঘটনা ঘটে। হঠাৎ এমন ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের বরাতে জানা যায়, সকাল বেলায় একটি পাগলা কুকুর লোকালয়ে ঢুকে পড়ে এবং পথচারীসহ স্থানীয় বাসিন্দাদের ওপর একের পর এক আক্রমণ চালায়। কুকুরের কামড়ে কয়েকজন গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠলে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মো. সালাউদ্দিন জানান, সকাল থেকে কুকুরের কামড়ে আহত হয়ে মোট ৯ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং জলাতঙ্ক প্রতিরোধে প্রয়োজনীয় ভ্যাকসিন প্রদান করা হচ্ছে।

এদিকে, একের পর এক কামড়ানোর ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা জানান, কুকুরটি এখনো এলাকায় থাকতে পারে—এ আশঙ্কায় মানুষজন ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন