জুলাইয়ের গণআন্দোলনের চেতনা ধারণ করে ফরিদপুরের স্বাস্থ্যখাতে কার্যকর ভূমিকা রাখতে যাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ফরিদপুর জেলা। সংগঠনটির উদ্যোগে গঠিত হতে যাওয়া স্বাস্থ্য বিষয়ক সেল খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে বলে জানানো হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ফরিদপুর জেলার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, ফরিদপুরের বৃহত্তর স্বার্থে এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংগঠনের এই নতুন সেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ লক্ষ্যে স্বাস্থ্যখাতে কাজ করতে আগ্রহী চিকিৎসক, মেডিকেল শিক্ষার্থী, নার্স, স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীদের দ্রুত যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
সংগঠন সূত্রে জানা গেছে, স্বাস্থ্য বিষয়ক সেলের মূল লক্ষ্য হবে স্বাস্থ্যসেবায় বিদ্যমান বৈষম্য চিহ্নিত করা, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা। পাশাপাশি সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোর সেবার মান উন্নয়নে গঠনমূলক মতামত প্রদান, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সচেতন ভূমিকা রাখা এবং জরুরি পরিস্থিতিতে স্বেচ্ছাসেবামূলক চিকিৎসা সহায়তা কার্যক্রম পরিচালনার পরিকল্পনাও রয়েছে।
নতুন এই সেলের আওতায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্প, রক্তদান কর্মসূচি, স্বাস্থ্যবিষয়ক সেমিনার ও কর্মশালা, মা ও শিশুস্বাস্থ্য সচেতনতা কার্যক্রম এবং মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করা হতে পারে বলে জানা গেছে। বিশেষ করে গ্রাম ও প্রত্যন্ত এলাকার মানুষের স্বাস্থ্যঝুঁকি কমাতে মাঠপর্যায়ে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ফরিদপুর জেলা নেতৃবৃন্দ জানান, জুলাইয়ের আন্দোলন শুধু রাজনৈতিক বা সামাজিক প্রতিবাদের মধ্যেই সীমাবদ্ধ নয়; এর মূল চেতনা হলো ন্যায্যতা, মানবিকতা ও সমঅধিকার প্রতিষ্ঠা। সেই চেতনা থেকেই স্বাস্থ্যখাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগ্রহী ব্যক্তিরা সংগঠনের ফেসবুক পেজ বা সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ করে স্বাস্থ্য বিষয়ক সেলের কার্যক্রমে যুক্ত হতে পারবেন। ফরিদপুরের স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তন আনতেই এই উদ্যোগ বলে উল্লেখ করেন তারা।

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশের সময়: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬ । ১:৫৭ পিএম