ফরিদপুরের ভাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভাঙ্গা প্রতিনিধি:
প্রকাশের সময়: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬ । ৩:৪৪ পিএম

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় গলায় ফাঁস দিয়ে স্বর্ণা আক্তার (১৯) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার তালকান্দা এলাকায় স্বামীর বাড়িতে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহত স্বর্ণা আক্তার ওই এলাকার রবিউল ইসলামের স্ত্রী বলে নিশ্চিত করেছে স্থানীয় সূত্র। পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির জের ধরেই এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, সকালে পারিবারিক বিষয় নিয়ে স্বামী রবিউল ইসলামের সঙ্গে স্বর্ণা আক্তারের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রবিউল ইসলাম বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে স্বর্ণার মা ফাহিমা আক্তার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। মেয়েকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তিনি দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় ঘরের বাসের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় স্বর্ণা আক্তারকে ঝুলন্ত দেখতে পেয়ে তিনি চিৎকার দেন।

চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে স্বর্ণাকে দ্রুত উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম ‘ফরিদপুর প্রতিদিন‘-কে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের কারণে আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হলেও, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে।

 

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন