মাদককে ‘না’ বলার শপথ: রাজেন্দ্র কলেজে অনুষ্ঠিত হলো মাদক বিরোধী সচেতনতা কোর্স

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশের সময়: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬ । ৫:৪৬ পিএম

মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজে অনুষ্ঠিত হয়েছে মাদক বিরোধী সচেতনতা কোর্স–২০২৬।

সোমবার (১৯ জানুয়ারি) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ কোর্সে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মাঝে মাদকের ভয়াবহতা এবং এর কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হয়।

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)–এর উদ্যোগে এবং সরকারি রাজেন্দ্র কলেজের আয়োজনে অনুষ্ঠিত এই কোর্সে অংশগ্রহণ করেন বিএনসিসির সদস্যরা। কোর্সটি পরিচালনায় সহযোগিতা করে ২৪ বিজনেসিস ব্যাটালিয়ন, খুলনা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর এস. এম. আবদুল হালিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. ওবায়দুর রহমান।

কোর্সে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক শিরিন আক্তার মাদক বিরোধী সচেতনতা বিষয়ে মূল আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন। এছাড়া সরকারি রাজেন্দ্র কলেজেের শিক্ষক পরিষদের সম্পাদক মো. শাহিনুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মাদক শুধু ব্যক্তি নয়, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কোনো বিকল্প নেই। এ ক্ষেত্রে বিএনসিসি সদস্যদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

শেষে মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন