ত্রয়োদশ নির্বাচন সামনে রেখে চরভদ্রাসনে যৌথবাহিনীর চেকপোস্ট, ফিরছে ভোটের আস্থা

মুস্তাফিজুর রহমান শিমুল, চরভদ্রাসন:
প্রকাশের সময়: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬ । ৮:১১ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষায় ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করেছে যৌথবাহিনী।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার গাজীরটেক ইউনিয়নের গাবতলা মোড় এলাকায় জেলা শহর ফরিদপুরে যাতায়াতের প্রধান সড়কে চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাতে দেখা যায় যৌথবাহিনীর সদস্যদের।

গত কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে সেনাবাহিনীর টহল ও অভিযান চলমান থাকায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নির্বাচনের আগে সেনাবাহিনীর সক্রিয় উপস্থিতিতে ভোটকে ঘিরে তাদের মনে থাকা শঙ্কা অনেকটাই কেটে যাচ্ছে।

চরভদ্রাসন উপজেলা সেনা ক্যাম্প সূত্র জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং সাধারণ মানুষের মধ্যে ভোটের আস্থা ফিরিয়ে আনতেই বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক রেজিমেন্টের সদস্যরা কঠোর নজরদারি শুরু করেছেন। নিয়মিতভাবে ভোটকেন্দ্র পরিদর্শনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় উপজেলার দুর্গম চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।

সেনাবাহিনীর সক্রিয় উপস্থিতি ও প্রশাসনের কঠোর নজরদারির ফলে চরভদ্রাসনে সুষ্ঠু ভোটের পরিবেশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে প্রত্যাশিত অবস্থানে ফিরতে শুরু করেছে বলে জানান সংশ্লিষ্টরা।

এ বিষয়ে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। ভোটের পরিবেশ সুন্দর রাখার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় যৌথবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।”

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন