নগরকান্দায় পেঁয়াজক্ষেতে মিলল অজ্ঞাত যুবকের লাশ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬ । ৯:০২ পিএম

ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের ভোজেরডাংগি গ্রাম থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে গ্রামের একটি পেঁয়াজক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সুজন নামের এক কৃষক ক্ষেতে পেঁয়াজ লাগাতে গিয়ে প্রথমে লাশটি দেখতে পান। পরে তিনি বিষয়টি স্থানীয়দের জানালে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসেন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী মো. হাবিবুর রহমান জানান, সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটের দিকে সুজন লাশটি দেখতে পেয়ে আমাদের খবর দেয়। আমরা ঘটনাস্থলে এসে লাশটি নিশ্চিত করি এবং সঙ্গে সঙ্গে নগরকান্দা থানায় বিষয়টি জানাই। পরে পুলিশ এসে প্রাথমিক তদন্ত শুরু করে।

খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করে।

এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, “দুপুরের দিকে স্থানীয়দের কাছ থেকে লাশ পাওয়ার খবর পাই। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার টিম নিয়ে ঘটনাস্থলে যাই। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হলেও এখন পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আমরা দ্রুত লাশটির পরিচয় শনাক্তের চেষ্টা করছি।”

তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন