ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন এনসিপি নেতা হাসিবুর রহমান অপু ঠাকুর

এন কে বি নয়ন, ফরিদপুর:
প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬ । ২:৫৫ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফরিদপুর জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক হাসিবুর রহমান অপু ঠাকুর। জুলাই বিপ্লবীদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা এবং সাধারণ মানুষের ভালোবাসার মর্যাদা দিতেই তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

ছাত্র ও তরুণদের সমন্বয়ে গঠিত নতুন রাজনৈতিক দল এনসিপি নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ নির্বাচনী সমঝোতায় গেলেও ফরিদপুর-১ আসনে শেষ পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবেই মাঠে থাকার সিদ্ধান্তে অনড় রয়েছেন অপু ঠাকুর।

এ বিষয়ে হাসিবুর রহমান অপু বলেন, “জুলাই যোদ্ধাদের প্রতিশ্রুতি রক্ষার্থে এবং মানুষের ভালোবাসার মূল্য দিতেই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছি। এ এলাকার দীর্ঘদিনের বঞ্চিত মানুষের কণ্ঠস্বর হতে চাই। ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে গরিব ও দুঃখী মানুষের পাশে দাঁড়ানোই আমার রাজনীতির মূল লক্ষ্য।”

তিনি আরও জানান, নির্বাচিত হলে তিনটি উপজেলায় কমপক্ষে ১০টি করে শিল্পকারখানা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তার। এতে প্রায় আড়াই লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে তিনি আশা প্রকাশ করেন। “এলাকার সার্বিক উন্নয়ন এবং মানুষের জীবনমান পরিবর্তনের লক্ষ্যেই আমার রাজনীতিতে আসা। জুলাই বিপ্লবের তাজা রক্তক্ষরণ ও ’৭১-এর মুক্তিযুদ্ধের চেতনার পক্ষেই আমি কাজ করতে চাই,” বলেন তিনি।

অপু ঠাকুর জানান, দলীয় জোট গঠনের আগেই তিনি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেন এবং সে অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। প্রথমে জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিল করলেও পরবর্তীতে নির্বাচন কমিশন তা বৈধ ঘোষণা করে, যা বর্তমানে বহাল রয়েছে।

তিনি বলেন, “দলীয় হাইকমান্ডের সঙ্গে আলোচনা চলছে। আগামী ২০ জানুয়ারি চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। তবে আমার এলাকার মানুষ চায় আমি নির্বাচনে থাকি। তারা আমাকে ছাড়তে রাজি নয়। জনগণ ও তরুণ সমাজের প্রত্যাশাকে সম্মান জানিয়ে আমি নির্বাচনী লড়াই চালিয়ে যাচ্ছি। দল কোনো সিদ্ধান্ত নিলে সাধারণ মানুষের সঙ্গে আলোচনা করেই সময়োপযোগী পদক্ষেপ নেবো।”

এদিকে ফরিদপুর-১ আসনে তার স্বতন্ত্র প্রার্থিতা স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন