সদরপুরে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

শিশির খাঁন, সদরপুর:
প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬ । ৬:০৯ পিএম

ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটের চর ইউনিয়নের ছলেনামা এলাকায় অবৈধভাবে ফসলি জমি থেকে ভেকু (এক্সকাভেটর) মেশিন দিয়ে মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে পরিচালিত অভিযানে দাদন ফকির (৩৫) নামের ওই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি সদরপুর উপজেলার আকোটের চর ইউনিয়নের ছলেনামা গ্রামের মোবারক ফকিরের পুত্র।

অভিযানে নেতৃত্ব দেন সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দাদন ফকির বাণিজ্যিক উদ্দেশ্যে অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি উত্তোলন করছিলেন। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি পার্শ্ববর্তী বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং ফসলি জমির উর্বরতা মারাত্মকভাবে হুমকির মুখে পড়ে।

এ ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৭(ক) ও ১৫(১) ধারায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় অবৈধ মাটি কাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া বলেন, “ফসলি জমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ মাটি কাটা বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।” অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন