ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনে ১০ দলীয় জোটের ঐক্য ও সংহতি সুসংহত করতে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াস মোল্যার পক্ষে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি শারাফাত হোসাইন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে তিনি আনুষ্ঠানিকভাবে রিটার্নিং কর্মকর্তা ও ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যার কাছে প্রার্থিতা প্রত্যাহারের আবেদনপত্র জমা দেন।
দলীয় সূত্র জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বে গঠিত ১০ দলীয় জোটের পক্ষ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াস মোল্যাকে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
জোটের সিদ্ধান্তের প্রতি পূর্ণ শ্রদ্ধা জানিয়ে এবং বৃহত্তর ঐক্যের স্বার্থে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুফতি শারাফাত হোসাইন স্বেচ্ছায় তার প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। এতে ফরিদপুর-১ আসনে ১০ দলীয় জোটের নির্বাচনী ঐক্য আরও দৃঢ় হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
স্থানীয় নেতাকর্মীরাও এ সিদ্ধান্তকে সময়োপযোগী ও ঐক্যবদ্ধ রাজনীতির ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন।

আনোয়ার জাহিদ, ফরিদপুর:
প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬ । ৮:৩৪ পিএম