ফরিদপুর-৪ আসনে লাঙ্গল প্রতীক পেলেন সেই আলোচিত রায়হান জামিল

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশের সময়: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬ । ৫:১১ পিএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীক বরাদ্দ পেয়েছেন আলোচিত সমাজসেবক মুফতি রায়হান জামিল।

নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে বুধবার (২১ জানুয়ারি) তাঁর হাতে লাঙ্গল প্রতীক তুলে দেওয়া হলে পুরো আসনজুড়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়।

স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মতে, দীর্ঘদিন ধরে মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে মুফতি রায়হান জামিল এই এলাকার মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। বিশেষ করে দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, দুর্যোগকালে ত্রাণ বিতরণ এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতে সহযোগিতার কারণে তিনি এলাকায় একজন পরিচিত মুখ হয়ে উঠেছেন।

জানা গেছে, সাম্প্রতিক বছরগুলোতে মুফতি রায়হান জামিল ফরিদপুর-৪ আসনে সমাজসেবা ও মানবিক কার্যক্রমের মাধ্যমে পরিচিত মুখ হয়ে উঠেছেন। গত বছরের ১৭ সেপ্টেম্বর ১০ টাকায় ইলিশ মাছ, ৩০ নভেম্বর ১ টাকা কেজি দরে গরুর মাংস এবং ১১ জুলাই ২ টাকা কেজি দরে চাল বিতরণের মতো ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে তিনি ব্যাপক আলোচনায় আসেন। পাশাপাশি তিনি নির্বাচনি গেট ও ব্যানার ভাঙচুরের প্রতিবাদে ঝাড়ু হাতে মিছিল এবং গভীর রাতে দরিদ্র মানুষের ঘরে ঘরে তার এক বস্তা চাল ও নিত্যপ্রয়োজনীয় বাজার পৌঁছে দেওয়াসহ নানামুখী কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে স্থানীয়রা জানান।

প্রতীক বরাদ্দ পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মুফতি রায়হান জামিল বলেন, “লাঙ্গল প্রতীক পেয়ে আমি মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া আদায় করছি। ফরিদপুর-৪ আসনের সর্বস্তরের জনগণের ভালোবাসা ও সমর্থন আমাকে অনুপ্রাণিত করেছে।” তিনি আরও বলেন, “জনগণের আস্থা নিয়ে একটি মানবিক, দুর্নীতিমুক্ত ও উন্নত আসন গড়ে তুলাই আমার মূল লক্ষ্য।”

তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে এলাকার অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করবেন। কৃষি উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান বাড়ানো এবং সামাজিক নিরাপত্তা কার্যক্রম জোরদারে তিনি বিশেষ গুরুত্ব দেবেন বলে জানান। পাশাপাশি দরিদ্র মানুষের জন্য নিয়মিত খাদ্যসহায়তা, গরুর গোশত ও চাল বিতরণসহ মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করার আশ্বাস দেন।

মুফতি রায়হান জামিল সকল শ্রেণি-পেশার মানুষের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করে বলেন, ইনশাআল্লাহ জনগণের ভোটে বিজয়ী হয়ে ফরিদপুর-৪ আসনের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত রাখবেন।

 

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন