ফরিদপুরের অনাথের মোড়ে প্রকাশ্য দিবালোকে ছিনতাই : গ্রেপ্তার অভিযুক্ত যুবক

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬ । ১১:১০ এএম

সম্প্রতি ফরিদপুর শহরের অনাথের মোড়ে প্রকাশ্য দিবালোকে ছিনতাইয়ের ঘটনায় আফ্রিদি সরদার (২৬) নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন ওই ছিনতাইকারীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (২১ জানুয়ারি) সকালে ফরিদপুরের ভাঙ্গা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আফ্রিদি ফরিদপুর শহরের চকবাজার মহল্লার আবু বক্কর সরদারের ছেলে বলে জানা যায়।

পুলিশ জানায়, গত রবিবার (১৮ জানুয়ারি) শহরের অনাথের মোড়ে প্রকাশ্য দিবালোকে একজনকে থামিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে এ ছিনতাইয়ের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। অতঃপর এ ঘটনায় কোতয়ালী থানায় একটি মামলা করে ভুক্তভোগী। যার মামলা নং-৭৩। এরপর ছিনতাইকারীদের গ্রেপ্তারে অভিযানে নামে পুলিশ এবং ছিনতাইয়ের ঘটনায় জড়িত অভিযোগে আফ্রিদি নামের এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করে পুলিশ।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন ‘ফরিদপুর প্রতিদিন‘-কে বলেন, ‘গ্রেপ্তার হওয়া আফ্রিদি সরাসরি ওই ছিনতাইয়ের সাথে জড়িত। তাকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।’

এ ঘটনার সাথে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশ সাঁড়াশি অভিযান চালাচ্ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

 

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন