ফরিদপুরে দাপিয়ে বেড়াচ্ছে একদল ভুয়া বা কথিত সাংবাদিক। এরা সাংবাদিকতার নাম ভাঙিয়ে সাধারণ মানুষ, ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তাদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠেছে। কোথাও এদের ধরে উত্তম-মধ্যম দিয়ে পরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হচ্ছে—এটাই এখন নিয়মিত চিত্র।
প্রশ্ন হলো, যাদের কোনো বেতন নেই, কোনো প্রতিষ্ঠিত গণমাধ্যম নেই—তাদের ইনকামের উৎস কী? উত্তর একটাই: চাঁদাবাজি ও ভয় দেখানো।
এই তথাকথিত সাংবাদিকদের উদ্দেশ্য স্পষ্ট। সকালে বের হয় কোথায় মাটি কাটা হচ্ছে, কোথায় বালু উত্তোলন চলছে, কোথায় অবৈধ কারখানা রয়েছে—এসব খোঁজ নিতে। এরপর সেখানে গিয়ে দলবেঁধে হাজির হয়ে টাকা দাবি করে বসে। না দিলে হুমকি—ফেসবুকে “নিউজ” যাবে, ভিডিও ভাইরাল হবে।
এদের আরেকটি নিয়মিত আড্ডা সরকারি অফিস চত্বর। কারণ সেখানে কোনো কর্মকর্তা বা কর্মচারীর অনিয়ম কিংবা দুর্নীতির তথ্য পেলেই শুরু হয় টাকার মহোৎসব। চোরে চোরে মাসতুতো ভাই—এই সুযোগে উভয় পক্ষই লাভবান হয়, আর ক্ষতিগ্রস্ত হয় প্রকৃত সাংবাদিকতা।
দুঃখজনক হলেও সত্য, এসব অনিয়ম নিয়ে তারা কখনো মূলধারার কোনো নিউজ লেখে না। লেখার দক্ষতা নেই, নেই কোনো স্বীকৃত মিডিয়া হাউস। ভরসা বলতে একটি ফেসবুক আইডি বা পেজ—যার ভয় দেখিয়ে অসাধু কর্মকর্তা-কর্মচারী, মাটি ও বালু ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায় করা হয়।
শোনা যাচ্ছে, ফরিদপুর শহরের একাধিক আবাসিক হোটেল ও অবৈধ কারখানা থেকে নিয়মিত মাসোয়ারা তুলছে এই ভুয়া সাংবাদিক চক্র। আর এর বদনামের বোঝা বইতে হচ্ছে প্রকৃত গণমাধ্যমকর্মীদের।
অথচ মূলধারার সাংবাদিকরা সারাদিন নিউজের পেছনে ছুটে বেড়ান। পরিবারের দিকে তাকানোর সময় পান না, পকেটে টাকা আছে কি নেই—সেটা দেখারও ফুরসত নেই। সেই সুযোগে কথিত সাংবাদিকরা অখ্যাত পত্রিকার নাম ব্যবহার করে বিভিন্ন সরকারি অফিস থেকে বিজ্ঞাপনও হাতিয়ে নিচ্ছে।
সময় এসেছে এই অপসাংবাদিকতা রুখে দেওয়ার। সাংবাদিকতার সম্মান ও অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে ভুয়া সাংবাদিকদের প্রতিহত করতেই হবে। প্রশাসন আপনাদের পাশে আছে—এটা বিশ্বাস রেখে এসব ভণ্ডদের ধরে আইনের আওতায় আনতে হবে।
নতুন বাংলায় আমার লড়াই হবে অপসাংবাদিকতা ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে। এই চক্রের কারণে হেনস্তার শিকার হতে পারে—তাতে আমার কিছু আসে যায় না। সমাজকে জঞ্জালমুক্ত করাই একমাত্র পাথেয় হয়ে গেছে।
লেখক : হাসান মাতুব্বর (শ্রাবণ), ফরিদপুর প্রতিনিধি, দৈনিক আজকের পত্রিকা।

হাসান মাতুব্বর (শ্রাবণ)
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬ । ৩:৪৪ পিএম