ফরিদপুরে র্যাব-১০ এর মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিলসহ এক পেশাদার মাদক কারবারিকে আটক করা হয়েছে। অভিযানে তার ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৯৫ হাজার টাকা বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্প সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল আনুমানিক ৬টা ২০ মিনিটে নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, চুয়াডাঙ্গা জেলা থেকে একটি মোটরসাইকেলযোগে বিপুল পরিমাণ মাদক বহন করে ফরিদপুরের দিকে আসছে এক মাদক ব্যবসায়ী। প্রাপ্ত তথ্য দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের অনুমতি নেওয়া হয়।
এরপর র্যাব সদস্যরা ফরিদপুর কোতয়ালী থানাধীন মৃগী এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি শুরু করেন। সকাল প্রায় ৬টা ৫০ মিনিটে একটি মোটরসাইকেল চেকপোস্টের সামনে এলে থামার সংকেত দেওয়া হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল চালক পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হন।
আটক ব্যক্তির নাম মো. আতিয়ার রহমান (৪৫)। তিনি চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার মদনা গ্রামের মৃত আনছার আলী বিশ্বাসের ছেলে। আটকের পর স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার ব্যবহৃত মোটরসাইকেলটি তল্লাশি করা হয়। তল্লাশিকালে মোটরসাইকেলের ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৬৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। প্রতিটি বোতল ১০০ মিলিলিটার হওয়ায় মোট উদ্ধারকৃত মাদকের পরিমাণ দাঁড়ায় ৬ হাজার ৫০০ মিলিলিটার।
এছাড়া অভিযানে একটি রেজিস্ট্রেশনবিহীন হিরো গ্ল্যামার ১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়। র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আতিয়ার রহমান স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ফেয়ারডিল সংগ্রহ করে ফরিদপুর, রাজবাড়ীসহ আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলার তথ্য পাওয়া গেছে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও জব্দকৃত আলামত যথাযথভাবে জব্দ করে আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ফরিদপুর কোতয়ালী থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
র্যাব-১০ আরও জানায়, সমাজ থেকে মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬ । ৫:১৮ পিএম