‘দেশের চাবি আপনার হাতে’—সালথায় জাতীয় নির্বাচন ও গণভোটে সচেতনতা অভিযান

সালথা প্রতিনিধি:
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬ । ৫:৪৪ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ ভোটারদের কাছে পৌঁছে দিতে ফরিদপুরের সালথা উপজেলায় ব্যতিক্রমধর্মী প্রচারণা চালানো হয়েছে।

‘দেশের চাবি আপনার হাতে’ স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় সালথা সদরের বাইপাস সড়কে অবস্থিত ‘আই লাভ সালথা’ চত্বরে ভ্রাম্যমাণ ভোটের গাড়ির মাধ্যমে এই সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।

আধুনিক ও শক্তিশালী সাউন্ড সিস্টেম এবং ভিডিও কনটেন্ট সমৃদ্ধ ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে ভোটারদের সামনে তুলে ধরা হয় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব। এতে ভোট দেওয়ার সঠিক পদ্ধতি, ভোটকেন্দ্রে প্রবেশের নিয়ম, করণীয় ও বর্জনীয় বিষয়, গোপন ব্যালটের নিরাপত্তা এবং ভোটাধিকার প্রয়োগের আইনগত ও নাগরিক গুরুত্ব সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়। সহজ ভাষা ও দৃশ্যমান উপস্থাপনার কারণে সাধারণ মানুষ, বিশেষ করে নতুন ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।

সচেতনতামূলক এই কার্যক্রমে অংশ হিসেবে একটি মতামত বাক্স স্থাপন করা হয়, যেখানে সাধারণ মানুষ তাদের লিখিত মতামত প্রদান করেন। পাশাপাশি গণস্বাক্ষরের মাধ্যমে ভোটাররা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের পক্ষে নিজেদের প্রত্যাশা ও সমর্থন ব্যক্ত করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এসব মতামত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে, যাতে ভোটারদের কণ্ঠস্বর যথাযথভাবে প্রতিফলিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস আরা ডলি, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ ভোটাররা।

বক্তারা বলেন, গণতন্ত্রের ভিত্তি মজবুত করতে ভোটারদের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি ভোটই দেশের ভবিষ্যৎ নির্ধারণে ভূমিকা রাখে। এ ধরনের ভ্রাম্যমাণ প্রচারণা ভোটারদের মধ্যে ভীতি ও বিভ্রান্তি দূর করে আত্মবিশ্বাসের সঙ্গে ভোট দেওয়ার পরিবেশ তৈরি করবে।

স্থানীয় ভোটাররা জানান, এমন উদ্যোগ তাদের ভোটাধিকার সম্পর্কে নতুন করে ভাবতে উৎসাহিত করেছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান তারা।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন