ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ট্রেনে কাটা পড়ে আনজিরা বেগম (৫৮) নামে এক নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার ছোলনা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আনজিরা বেগম আলফাডাঙ্গা উপজেলার যুগিবরাট গ্রামের মৃত জিন্নাত মোল্যার স্ত্রী। তিনি তার ছেলে আনিচ মোল্যা (৪০)-এর সঙ্গে বোয়ালমারীর ছোলনা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভাটিয়াপাড়া থেকে ছেড়ে আসা কালুখালীগামী একটি লোকাল ট্রেন বোয়ালমারী পৌরশহরের ছোলনা এলাকায় সাবেক কাউন্সিলর নান্নুর বাড়ির সামনে রেলগেটে পৌঁছালে দুর্ঘটনাটি ঘটে। রেললাইনের অপর পাশ থেকে কাপড় কিনে ফেরার সময় অসাবধানতাবশত তিনি পা পিছলে রেললাইনের ওপর পড়ে যান। এ সময় ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় নিহতের দেহ থেকে মাথা ও ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, বিষয়টি রেলওয়ে পুলিশের এখতিয়ারভুক্ত। এ বিষয়ে রাজবাড়ী রেলওয়ে থানাকে অবহিত করা হয়েছে।
রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তরের আবেদন করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মো. নুর ইসলাম, ফরিদপুর:
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬ । ১০:২১ পিএম