অফিসে কাজের চাপে রাগ? নিয়ন্ত্রণে রাখার সহজ কৌশল

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬ । ৬:২৪ এএম

অফিসে কাজের চাপ, দেরি বা টিমের দায়িত্বভাগের কারণে অনেক সময় রাগ বা হতাশা হওয়া স্বাভাবিক। ছোট ছোট ঘটনা ধীরে ধীরে মেজাজকে প্রভাবিত করতে পারে এবং আমরা তা নিয়ন্ত্রণ করতে পারি না।

কিন্তু রাগ নিয়ন্ত্রণে রাখা জরুরি, কারণ তা শুধু কাজের ওপর নয়, সহকর্মীদের সঙ্গে সম্পর্কের ওপরও প্রভাব ফেলে। অফিসে শান্ত থাকা এবং নিজের মেজাজ নিয়ন্ত্রণে রাখার কিছু সহজ কৌশল জানা থাকলে পরিস্থিতি আরও সহজে সামলানো যায়।

– কোনো কারণে রাগ বাড়তে শুরু করলে সবার কাছ থেকে নিজেকে কিছু সময়ের জন্য দূরে রাখুন। কাজ যত জরুরিই হোক, ১০ মিনিটের একটি বিরতি নিন। এই সময়টায় পরিস্থিতি নিয়ে শান্তভাবে ভাবুন এবং রাগ না করে কীভাবে কথা বললে সমস্যার সমাধান হতে পারে, তা ভেবে নিন।

– অনেক সময় কোনো নির্দিষ্ট সহকর্মীর আচরণ বা কথা আপনার ভালো নাও লাগতে পারে। এমন হলে অকারণেই রাগ জমে যেতে পারে। এই মনোভাব ক্ষতিকর। সহকর্মীকে পছন্দ না হলেও ভদ্র ও পেশাদার আচরণ বজায় রাখুন। যদি সত্যিই কোনো সমস্যা হয়, তা সবার সামনে প্রকাশ না করে প্রয়োজনে ঊর্ধ্বতন কাউকে জানিয়ে সমাধানের চেষ্টা করুন।

– যদি আপনার খুব দ্রুত রাগ হয়, তাহলে নিজের জায়গায় বসে কয়েক মিনিট পছন্দের কোনো গান শুনতে পারেন। এতে মন কিছুটা হালকা হবে।

– কাজের চাপ বা অন্য কোনো কারণে যদি রাগ প্রকাশ পেয়ে যায়, পরে ক্ষমা চাইতে দ্বিধা করবেন না। এতে আপনি ছোট হয়ে যাবেন না; বরং আপনার পরিপক্বতা ও ইতিবাচক মানসিকতার পরিচয় মিলবে।

– যত রাগই হোক না কেন, সহকর্মীদের নিয়ে ব্যক্তিগত মন্তব্য করবেন না। এতে সম্পর্ক নষ্ট হয় এবং অফিসের পরিবেশও খারাপ হয়ে যায়।

রাগ নিয়ন্ত্রণে রাখার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে অফিসে কাজের চাপ সহজভাবে মোকাবিলা করা যায়। এতে কাজের ফলাফল ভালো হয়, সহকর্মীদের সঙ্গে সম্পর্ক শক্ত হয় এবং নিজেকেও মানসিকভাবে শান্ত রাখা সম্ভব হয়। নিয়মিত ছোট ছোট কৌশল প্রয়োগ করলে রাগ কমে এবং কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবেশ তৈরি হয়।

সূত্র : কালবেলা

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রিন্ট করুন