ফরিদপুরে ১৬ বছর পর ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৩৯ পিএম

ফরিদপুরে দীর্ঘ ১৬ বছর পর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে সংগঠনটি।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহরের ভাঙ্গা রাস্তা থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে ফরিদপুর জেলা ছাত্র শিবিরের সভাপতি হাফেজ মো. ওবায়দুল্লাহ, পৌর সভাপতি আকমল হোসেন ও সরকারি রাজেন্দ্র কলেজ শাখার সভাপতি ফাহিম বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।
প্রতিষ্ঠা বার্ষিকীতে জেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন, পৌর শাখার সাধারণ সম্পাদক তাসনিম আলম, সরকারি রাজেন্দ্র কলেজ শাখার সাধারণ সম্পাদক আশিকুর রহমান, সরকারি ইয়াসিন কলেজ শাখার সভাপতি সোহানুর রহমানসহ কয়েকশ নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, জেলায় সর্বশেষ ২০০৯ সালে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারলেও দীর্ঘ ১৬ বছর আমরা প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পারিনি। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ১৯৭৭ সালের ৬ই ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠিত হয়েছিল। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে আমরা ২৩৪ জন সদস্যকে হারিয়েছি এবং অসংখ্য সাথী গুম হয়েছে।
তারা বলেন, শিবিরের সদস্যরা সৎ ও ন্যায়পরায়ণ। যারা বর্তমানে রাজনীতি করতে গিয়ে এই ইসলামী ছাত্র শিবিরকে বিভিন্নভাবে বাজে মন্তব্য ও ট্যাগ লাগিয়ে রাজনীতি করতে চান তাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই ইসলামী ছাত্রশিবির অতীতেও ছিল এবং ভবিষ্যতে থাকবে। শিবিরের যে সব নেতাকর্মী এখনো বন্দি অবস্থায় রয়েছেন তাদের নিঃশর্ত মুক্তি চেয়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষ করা হয়।
আপনার মতামত লিখুন
Array