খুঁজুন
বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১৬ শ্রাবণ, ১৪৩২

বোয়ালমারীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

কাজী আমিনুল ইসলাম, বোয়ালমারী:
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৪:০৫ পিএম
বোয়ালমারীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলার কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২০২২ ও ২০২৩ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় বোয়ালমারী উপজেলা থেকে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করা ৩০ জন কৃতি শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। এইচএসসির প্রতি শিক্ষার্থীকে ৩০ হাজার এবং এসএসসির প্রতি শিক্ষার্থীকে দশ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হয়েছে। এছাড়া সকল শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিমের (এসইডিপি) ব্যবস্থাপনায় এবং বোয়ালমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবদুছ ছাত্তার মিয়া।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জালাল উদ্দিনের পরিকল্পনা ও পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের গবেষণা, ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট কর্মকর্তা খান মাহমুদ মোর্শেদ।

অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন- কাদিরদী কলেজের অধ্যক্ষ নুরুজ্জামান মিয়া, সাপ্তাহিক বোয়ালমারী বার্তার সম্পাদক অ্যাডভোকেট কোরবান আলী, এয়াকুব আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ওবায়দুর রহমান, একাডেমিক সুপারভাইজার মোসা. আয়েশা খাতুন, শিক্ষার্থী আবিদা আলম রিনভি প্রমুখ।

 

ইউনিয়ন পরিষদের কার্যক্রম স্থবির : সালথায় ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবী মেম্বারদের

সালথা প্রতিনিধি:
প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ৭:৩৭ পিএম
ইউনিয়ন পরিষদের কার্যক্রম স্থবির : সালথায় ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবী মেম্বারদের

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের গাড়ি ভাংচুর মামলা সহ বিভিন্ন মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী সালথা উপজেলার ৪নং ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক উজ্জমান ফকির মিয়ার অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন একই ইউনিয়নের ইউপি মেম্বাররা।

বুধবার (৩০ জুলাই) দুপুরে সালথা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় ইউপি চেযারম্যানের অপসারণ চেয়ে বক্তব্য রাখেন, ইউপি সদস্য আবু মোল্যা, মো. মামুন সরদার, মাহবুবুর রহমান, আদেল মোল্যা, আবু বক্কার প্রমূখ।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বিগত ৭/৮ মাস যাবত সালথা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ৪নং ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক উজ্জমান ফকির মিয়া বিভিন্ন মামলায় পলাতক রয়েছে। সে ইউনিয়ন পরিষদে না আসায় জনসাধারণ সেবা থেকে বঞ্চিত হচ্ছে, স্থবির হয়ে পড়েছে পরিষদের কার্যক্রম। গত ৫ই আগস্টের পর থেকেই তিনি পলাতক রয়েছেন। আমরা ইউনিয়ন পরিষদের সদস্যগণ জনসাধারণের সেবা নিশ্চিত করতে চেয়ারম্যানের অপসারণ চাই।

প্রতিদিনই ইউনিয়ন পরিষদে সেবা নেওয়ার জন্য এসে চেয়ারম্যানকে না পেয়ে ফিরে যায় অনেক সেবা প্রত্যাশী।

তিনি পরিষদে উপস্থিত না থাকার কারণে ইউনিয়ন চেয়ারম্যানকে অপসারণ করে প্যানেল চেয়ারম্যানের মাধ্যমে জনগণের সেবা নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

এব্যাপারে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভাওয়াল ইউপি চেয়ারম্যান ফারুকুজ্জামান ফকির মিয়ার বিরুদ্ধে দুটি মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে। তাকে আটকের অভিযান চলছে।

এবিষয়ে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিছুর রহমান বালী বলেন, ভাওয়াল ইউপি চেয়ারম্যানের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

ফরিদপুরে বৃত্তি পরীক্ষায় সুযোগের দাবিতে ৩৮ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মানববন্ধন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ৭:৩০ পিএম
ফরিদপুরে বৃত্তি পরীক্ষায় সুযোগের দাবিতে ৩৮ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মানববন্ধন

জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’-এই শ্লোগানকে সামনে রেখে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ নিশ্চিতের দাবিতে ফরিদপুরের বোয়ালমারীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে ৩৮ শিক্ষা প্রতিষ্ঠান।

বুধবার (৩০ জুলাই) দুপুরে বোয়ালমারী উপজেলা কিন্ডারগার্টেন সোসাইটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে উপজেলার ৩৮টি কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রায় সহস্রাধিক শিক্ষার্থী, শিক্ষক ও পরিচালকগণ অংশ নেন।

মানববন্ধন শেষে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভির হাসান চৌধুরীর কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন, বোয়ালমারী উপজেলা কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কবির আহমেদ বাবলু, বার্তা মডেল একাডেমির প্রতিষ্ঠাতা ও সাপ্তাহিক বোয়ালমারী বার্তা পত্রিকার সম্পাদক এ্যাড. কোরবান আলী, এস. এ রাজ্জাক একাডেমির অধ্যক্ষ মলয় কুমার বোস, এইস আর এস ইংলিশ মডেল একাডেমির পরিচালক আবুল হাসান, গুনবহা প্রি-ক্যাডেট এন্ড মডেল হাইস্কুলের পরিচালক কামরুজ্জামান কামরুল, বার্তা মডেল একাডেমির প্রধান শিক্ষক সাহেবুল আলম মিয়া, জি-কে কিন্ডারগার্টেনের শিক্ষক স্বরজিত রাজবংশী, নিউ মডেল প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক জ্যোতিরময় পাঠাক প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ‘বৃত্তি শুধু মাত্র আর্থিক অনুদান নয়, এটি একটি শিশুর আত্মবিশ্বাস, সামাজিক স্বীকৃতি এবং শিক্ষাগত অগ্রগতির অনুপ্রেরণা।’ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যখন দেখবে তাদের সাথে বৈষম্য হচ্ছে তখন তাদের মধ্যে নেতিবাচক প্রভাব বিস্তার করতে পারে। যা জাতীয় শিক্ষা নীতির সাম্যের পরিপন্থী। বৃত্তি পরীক্ষা দেওয়া প্রতিটি শিশুর মৌলিক অধিকার, এ অধিকার থেকে বঞ্চিত করা বা একদেশে দুই রকম শিক্ষা ব্যবস্থা চলতে পারে না।

  • এসময় উপজেলার ৩৮টি কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, শিক্ষক, পরিচালনা পর্ষদের সদস্য, অভিভাবক, পরিচালক ও সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে ।

সালথায় পুলিশের অভিযান : একটি বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার 

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ১:৫৫ পিএম
সালথায় পুলিশের অভিযান : একটি বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার 

ফরিদপুরের সালথায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র (৬ টি ঢাল, ৭টি বল্লম) উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ জুলাই) দিবাগত রাত ১ টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া গ্রাম থেকে ওই দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে আগুলদিয়া গ্রামের আব্বাস মাতুব্বরের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় তার বাড়ি থেকে দেশীয় অস্ত্র হিসেবে ৬টি ঢাল ও ৭টি বল্লম উদ্ধার করা হয়।

দেশীয় অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।