খুঁজুন
বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ২৩ শ্রাবণ, ১৪৩২

শেখ হাসিনাতেই আস্থা লিফলেট বিতরণ মামলায় সদরপুরে দুই আ’লীগ নেতা গ্রেপ্তার

সদরপুর প্রতিনিধি:
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ৫:৫৮ পিএম
শেখ হাসিনাতেই আস্থা লিফলেট বিতরণ মামলায় সদরপুরে দুই আ’লীগ নেতা গ্রেপ্তার
ফরিদপুরের সদরপুরে শেখ হাসিনাতেই আস্থা লিফলেট বিতরণের মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে সদরপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে তাদের ফরিদপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- সদরপুর থানা আওয়ামী নেতা এবং উপজেলার ঢেউখালি ইউনিয়নের বেপারী ডাঙ্গী গ্রামের মজিদ বেপারীর ছেলে সাখাওয়াত বেপারীকে (৫৫) ও তুরাগ থানা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও উপজেলার সদর ইউনিয়নের সতের রশি গ্রামের হাজী মোমরেজের ছেলে মাসুদুর রহমার (৬২)। তারা ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২ জানুয়ারি সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের জয়বাংলা বাজারে শেখ হাসিনার ছবি সংবলিত এবং শেখ হাসিনাতেই আস্থা লেখা লিফলেট বিতরণকালে এক ব্যক্তিকে আটক করে জেল হাজতে পাঠানো হয়। বর্তমানে শেখ হাসিনাতেই আস্থা লেখা লিফলেট বিতরণ কাজে গ্রেপ্তারকৃত দুইজন সহযোগী হিসেবে কাজ করে যাচ্ছিল। এর পরিপেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে দুইটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, দুইজন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ উপজেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত ছিলেন।

ভাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

ভাঙ্গা প্রতিনিধি:
প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ১০:২৭ পিএম
ভাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-খুলনা মহাসড়কের এক্সপ্রেসওয়ে মডেল মসজিদে সামনে বাসের ধাক্কায় বিল্লাল খাঁন (৩৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে আরো ২ আরোহী।

বুধবার (০৬ জুলাই) দুপুর ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের বাড়ি ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামে। সে ওই গ্রামের দেলোয়ার খানেঁর পুত্র ।

আহত হয়েছেন হাফিজুর রহমান (৩২) ও মাহবুব মিয়া (২৫) নামের দুই যুবক।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দ্রুতগামী স্টার ডিলাক্স নামের একটি পরিবহন পিছন থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি বাসের সামনে নিচে চলে যায়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের চালক নিহত ও দুই জন গুরুতর আহত হয়। আহত দুই জনকে ভাঙ্গা থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা স্টার ডিলাক্স নামের একটি বাস ভাঙ্গা এক্সপ্রেসওয়ে মডেল মসজিদের সামনে পৌঁছালে তিন হোন্ডা আরোহীকে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন হোন্ডা চালক ও দুই আরোহী আহত হয়েছেন। আহতদেরকে ভাঙ্গা থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। বাসের চালক পালিয়ে গেছেন। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এছাড়া বুধবার সকালে ভাঙ্গা উপজেলার সলিলদিয়া নামক স্থানে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ে এক্সপ্রেসওয়ে উপর উল্টে যায়। এ সময় অ্যাম্বুলেন্সে থাকা ড্রাইভার সহ তিনজন গুরুতর আহত হয়।

সালথায় ট্রলির চাপায় প্রাণ গেল শিশুর

সালথা প্রতিনিধি:
প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ১০:২২ পিএম
সালথায় ট্রলির চাপায় প্রাণ গেল শিশুর

ফরিদপুরের সালথায় ট্রলির চাপায় হুসাইন কারিকর (৩) নামে এক শিশু নিহত হয়েছেন।

বুধবার (৬ আগস্ট) দুপুর পৌনে ১ টার দিকে উপজেলার যদুনন্দী ইউনিয়নের মৌলভীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুটি যদুনন্দী গ্রামের মৌলভীপাড়া এলাকার নাজমুল কারিকরের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে একটি ট্রলি পুড়েপাড়া থেকে ইট নামিয়ে ফেরত আসার সময় মৌলভীপাড়া আজগরের বাড়ির সামনে শিশু হুসাইনকে চাপা দেয়। তৎক্ষণিক পরিবারের লোকজন উদ্ধার করে মুকসুদপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা শিশুটিকে মৃত্যু ঘোষণা করেন।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, ট্রলির চাপায় শিশু নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভাঙ্গায় সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের

আব্দুল মান্নান, ভাঙ্গা:
প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ১০:১৭ পিএম
ভাঙ্গায় সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের চরদুয়াইর গ্রামে সাপের কামড়ে কালাম মাতুব্বর (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (৬ আগস্ট) সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সে চরদুয়াইর গ্ৰামের মৃত্যু হারেজ মাতুব্বরের ছেলে।

এর আগে মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে পুকুরে পাট জাঁগ দিতে গেলে তাকে সাপে দংশন করে। পরে অসুস্থ অবস্থায় ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় ইউপি সদস্য কাঞ্চন মাতুব্বর জানায়, পাট জাঁগ দেওয়ার সময় তাকে সাপে দংশন করে। তারপর বাড়ি ফিরে অসুস্থ বোধ করলে পরিবারের লোকজন তাকে স্থানীয় ওঝা দিয়ে চিকিৎসা করান। সন্ধ্যায় বেশী অসুস্থ বোধ করলে তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়। সেখানে চিকিৎসায় একটু সুস্থ বোধ করলে সকালে বাড়ি চলে আসেন। বুধবার সকালে আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।