ফরিদপুরের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে চলা অনিয়ম, অবহেলা ও কর্তৃপক্ষের সেচ্ছাচারিতার চিত্র উঠে আসার পর অবশেষে নড়েচড়ে বসেছে সংশ্লিষ্ট প্রশাসন। ধারাবাহিক প্রতিবেদনে উঠে আসে একের পর এক অনিয়ম, অসঙ্গতি।
দীর্ঘদিন ধরে অফিস না করে সরকারি বেতন তোলার অভিযোগে আলোচনায় আসে আয়া আরিফা আক্তার, যা তীব্র সমালোচনা ও ক্ষোভের জন্ম দেয় জনমনে।
তবে এ অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় গত ২২ এপ্রিল অভিযুক্ত আরিফা আক্তারকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছিল হাসপাতাল প্রশাসন।
জানা গেছে, অভিযুক্ত আরিফা আক্তার কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছে, তবে হাসপাতাল প্রশাসন পরবর্তী ব্যবস্থা নিতে কতোটা সক্ষম হবে তা সময়ই বলে দিবে। দীর্ঘদিনের এই অপরাধের শাস্তি যেন ‘গুরু পাপে লঘুদণ্ড’ না হয় এমনই প্রত্যাশা এলাকাবাসীর। হাসপাতালে কর্মরত একটি দীর্ঘদিনের ‘সিন্টিকেট’ ও কিছু কর্মচারীর একচ্ছত্র প্রভাব সামলে হাসপাতালের অন্যান্য বেশ কিছু অনিয়মের বিষয়ে গৃহীত পদক্ষেপ কিছুটা ফলপ্রসূ হলেও ধরাছোঁয়ার বাইরে থাকার সংগ্রাম করছে আয়া আরিফা আক্তার।
জানা গেছে, হাসপাতাল নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের ফলে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। চারজন মেডিক্যাল এসিস্ট্যান্ট থাকলেও পুরুষ দুই জন দীর্ঘদিন পরে এখন হাসপাতালে দায়িত্ব পালন করছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতালে দায়িত্বপালন করলেও হাসপাতাল প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণে নেই তারা। চেম্বার বাণিজ্যই যেন মুখ্য বিষয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে নড়েচড়ে বসেছে চিকিৎসকসহ বিভিন্ন পদে কর্মরত কর্মচারীরা। আপাতত সকলেই দায়িত্বের প্রতি আন্তরিকতা দেখালেও নিজ নিজ দায়িত্বের প্রতি কতদিন তাদের এমন মনোনিবেশ থাকবে তা নিয়ে রয়েছে শঙ্কা।
এছাড়াও নগরকান্দা উপজেলার জন্য বরাদ্দকৃত সরকারি এ্যাম্বুলেন্সের সেবা নিয়েও রয়েছে নানা অনিয়মের অভিযোগ। উপজেলার সর্বোত্র সেবা দেওয়ার কথা থাকলেও এ সেবা থেকে বঞ্চিত হচ্ছে প্রত্যন্ত এলাকার বাসিন্দারা। জরুরী প্রয়োজনে ফোন করলেও বিভিন্ন অজুহাত দেখিয়ে এড়িয়ে যান এ্যাম্বুলেন্স চালক জাহাঙ্গীর। আবার যারা সেবা পাচ্ছেন তাদের থেকে ভাড়া বেশি নেওয়ার অভিযোগ দীর্ঘদিনের। নগরকান্দা থেকে ফরিদপুর সদর পর্যন্ত সরকার নির্ধারিত ভাড়া ৫৮০ টাকা হলেও রোগীর স্বজনদের গুনতে হয় ১০০০/১২০০ টাকা।
নগরকান্দা থেকে শওকত হোসাইন নামে এক ভূক্তভোগী জানান, চলতি বছরের ২০ মার্চ আমি রোগী নিয়ে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়েছিলাম, আমার নিকট থেকে ১০০০ টাকা ভাড়া নিয়েছে এবং আগেই টাকা জমা নেন।
মো. রবিন ইসলাম নামে আরোও এক ব্যক্তি অভিযোগ করে বলেন, সরকারি এ্যাম্বুলেন্স ভাড়া ১০০০ এর কম নেয় না এবং হাসপাতালের বাইরের রোগী টানে না বিধায় চরম দুর্ভোগে পড়তে হয় রোগী ও রোগীর স্বজনদের।
তবে এবিষয়ে জানতে অভিযুক্ত এ্যাম্বুলেন্স চালক জাহাঙ্গীরের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।
এবিষয়ে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়দেব কুমার সরকার বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, আরিফা আক্তার কারণ দর্শানোর (শোকজ) এর জবাব দিয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে এবং হাসপাতালের অন্যান্য সকল অনিয়মের বিষয়ে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে ফরিদপুর সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান বলেন, আয়া আরিফা আক্তার ‘শোকজ’ এর জবাব দিয়েছে। চাকরীর নীতিমালা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনাদের লেখালেখির মাধ্যমেই অনিয়মগুলো উঠে এসেছে। সকল অনিয়মের বিষয়েই আমরা ধাপে ধাপে ব্যবস্থা নিচ্ছি।
গত ১৫ এপ্রিল ‘অনিয়ম-অবহেলায় চলছে নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্স’ এবং ২৩ এপ্রিল ‘নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়াকে শোকজ’ শিরোনামে দুটি প্রতিবেদন প্রকাশ করে বিভিন্ন সংবাদমাধ্যম।
আপনার মতামত লিখুন
Array