খুঁজুন
মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ১৪ শ্রাবণ, ১৪৩২

চ্যাম্পিয়নস ট্রফি: পাকিস্তানের স্টেডিয়ামে নেই ভারতের পতাকা!

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:২৮ পিএম
চ্যাম্পিয়নস ট্রফি: পাকিস্তানের স্টেডিয়ামে নেই ভারতের পতাকা!

চ্যাম্পিয়নস ট্রফির আগে পাকিস্তানের ভেন্যুগুলোতে উড়ছে অংশগ্রহণকারী সাত দলের পতাকা। কিন্তু সেখানে ভারতের পতাকা ‘মিসিং’।

এ নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে।

 

ভারতীয় সংবাদমাধ্যম ‘হিন্দুস্তান টাইমস’-এর খবরে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওকে ঘিরে তোলপাড় চলছে। যেখানে দেখা যায়, করাচির জাতীয় স্টেডিয়ামে সাতটি দলের পতাকা উড়তে দেখা গেলেও নেই ভারতের পতাকা।

ভিডিওটি ঘিরে ভারতে ব্যাপক তোলপাড় চলছে। দেশটির ক্রিকেটভক্তরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন। দেশটির মিডিয়াও এ নিয়ে একের পর এক সংবাদ প্রকাশিত হচ্ছে। তবে ‘টাইমস অব ইন্ডিয়া‘ বলছে, ভিডিওটির সত্যতা এখনো নিশ্চিত করা যায়নি।

পাকিস্তানের স্টেডিয়ামে ভারতের পতাকা কেন নেই, এ প্রশ্নের উত্তর এখনো অজানা থাকলেও; ধারণা করা হচ্ছে, যেহেতু ভারতীয় দল পাকিস্তানের মাটিতে কোনো ম্যাচ খেলবে না, তাই তাদের পতাকাও রাখা হয়নি।

রাজনৈতিক ও নিরাপত্তাজনিত কারণে ভারত চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের সবগুলো ম্যাচ খেলবে দুবাইয়ে। হাইব্রিড মডেলের এই আসর ঘিরে ভারত ও পাকিস্তানের ক্রিকেট বোর্ডের মধ্যে দ্বন্দ্বও প্রকাশ্যে আসে। এমনকি বাদ দিতে হয় উদ্বোধনী অনুষ্ঠান ও অধিনায়কদের প্রেস মিটও।

ভারত না খেললেও করাচিতে স্বাগতিক পাকিস্তান ছাড়াও খেলবে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও ইংল্যান্ড।

এর আগে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামেও ভারতের পতাকা না থাকার কথা শোনা গিয়েছিল। এই স্টেডিয়ামে টুর্নামেন্ট শুরুর আগে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানের ভিডিওতেও ভারতের পতাকা দেখা যায়নি।

২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়া পাকিস্তান এবারই প্রথম টুর্নামেন্ট আয়োজন করছে। ৮ বছর পর টুর্নামেন্টটি মাঠে গড়াচ্ছে বিতর্ক সঙ্গী করেই। ভারত গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ খেলবে দুবাইয়ে। আর যদি দলটির নক-আউট পর্ব ও ফাইনালে উঠতে পারে, তাহলেও তাদের ম্যাচগুলো হবে দুবাইয়েই।

আগামী ১৯ ফেব্রুয়ারি করাচিতেই হবে আসরের উদ্বোধনী ম্যাচ। যেখানে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান।

ফরিদপুরে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৫:০৫ পিএম
ফরিদপুরে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

ফরিদপুরে ১১ বছর বয়সী এক শিশুকন্যাকে ধর্ষণ মামলায় সাইফুর রহমান (৩০) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় আসামিকে এক লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ আদেশ দেন।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ পাহারায় কারাগারে নেয়া হয়।

সাজাপ্রাপ্ত সাইফুর রহমান ফরিদপুর পৌরসভার গুহলক্ষ্মীপুর এলাকার মহিউদ্দিন রহমানের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, পৌরসভার গুহলক্ষ্মীপুর এলাকার সাইফুর রহমানের বাড়িতে ওই শিশুকন্যা বাবা-মায়ের সঙ্গে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো। গত ২০২৩ সালের ২১ অক্টোবর রাতে সাইফুর রহমান ওই শিশুটিকে বাড়ির পেছনে নিয়ে ধর্ষণ করে। এক পর্যায়ে শিশুটি চিৎকার করলে তাকে ছেড়ে দেয় সাইফুর রহমান। পরে শিশুটিকে এ ঘটনা কাউকে বলতে মানা করে সাইফুর, কাউকে কিছু বললে, তাকে এবং তার বাবা-মা ও ভাইকে হত্যা করার হুমকি দেয়।

এরপর বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি তার পরিবারকে জানায় শিশুটি। পরে শিশুটির বাবা-মা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করে। মামলার সাক্ষ্য ও শুনানি শেষে মঙ্গলবার রায় ঘোষণা করেন আদালত।

এ বিষয়ে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, শিশুকন্যাকে জোরপূর্বক বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে সাইফুর রহমান। পরে শিশুটি বাড়িতে এসে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। এ ঘটনায় শিশুটির বাবা কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, এই রায়ে আমরা খুশি। বাদীপক্ষ ন্যায় বিচার পেয়েছে। এই রায়ের মধ্য দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে।

বোয়ালমারীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

কাজী আমিনুল ইসলাম, বোয়ালমারী:
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৪:০৫ পিএম
বোয়ালমারীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলার কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২০২২ ও ২০২৩ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় বোয়ালমারী উপজেলা থেকে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করা ৩০ জন কৃতি শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। এইচএসসির প্রতি শিক্ষার্থীকে ৩০ হাজার এবং এসএসসির প্রতি শিক্ষার্থীকে দশ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হয়েছে। এছাড়া সকল শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিমের (এসইডিপি) ব্যবস্থাপনায় এবং বোয়ালমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবদুছ ছাত্তার মিয়া।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জালাল উদ্দিনের পরিকল্পনা ও পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের গবেষণা, ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট কর্মকর্তা খান মাহমুদ মোর্শেদ।

অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন- কাদিরদী কলেজের অধ্যক্ষ নুরুজ্জামান মিয়া, সাপ্তাহিক বোয়ালমারী বার্তার সম্পাদক অ্যাডভোকেট কোরবান আলী, এয়াকুব আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ওবায়দুর রহমান, একাডেমিক সুপারভাইজার মোসা. আয়েশা খাতুন, শিক্ষার্থী আবিদা আলম রিনভি প্রমুখ।

 

ফরিদপুরে কেন্দ্রীয় মহিলালীগ নেত্রী আঞ্জুুুমান আরা আটক

নুরুল ইসলাম নাহিদ, সালথা-নগরকান্দা:
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ২:৫০ পিএম
ফরিদপুরে কেন্দ্রীয় মহিলালীগ নেত্রী আঞ্জুুুমান আরা আটক
ফরিদপুরের নগরকন্দায় অভিযান চালিয়ে আঞ্জুমান আরা বেগম (৫৫) নামে কেন্দ্রীয় আওয়ামী মহিলালীগের এক নেত্রীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম।
এর আগে সোমবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৫টা দিকে নগরকান্দা পৌরসভার  সরকারি কলেজ রোড সংলগ্ন নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।
আঞ্জামান আরা বেগম কেন্দ্রীয় মহিলা লীগের সদস্য ও  ফরিদপুর জেলা মহিলা লীগের সহ-সভাপতি। তিনি  নগরকান্দা উপজেলা মহিলা লীগের সভানেত্রী ও ফরিদপুর জেলা পরিষদের সাবেক সদস্য ছিলেন।  আঞ্জুমান আরা নগরকান্দার ছাগলদিয়া গ্রামের মৃত আব্দুস সামাম মাতুব্বরের মেয়ে।
আটকের সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম বলেন, ঢাকার ডিএমপির ডিবির একটি টিম মহিলা লীগের কেন্দ্রীয় ওই নেত্রী আঞ্জমান আরা’কে আটক করেছে। আমরা ঢাকার ডিএমপির ডিবির কাজে শুধু সহযোগিতা করেছি। তাঁকে ঢাকার ডিবি কার্যালয়ে নিয়ে গেছে। এখন কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে কিংবা তার বিরুদ্ধে নতুন করে কোন মামলা হবে কি-না এটা ডিএমপির ডিবি বলতে পারবে।