খুঁজুন
সোমবার, ৫ মে, ২০২৫, ২২ বৈশাখ, ১৪৩২

ডেভিল হান্ট : ফরিদপুরে চার আ’লীগ নেতাকর্মী গ্রেপ্তার

হারুন-অর-রশীদ, ফরিদপুর
প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৪০ পিএম
ডেভিল হান্ট : ফরিদপুরে চার আ’লীগ নেতাকর্মী গ্রেপ্তার
ডেভিল হান্টের অভিযানে ফরিদপুরের চার আ’লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৭ ফেব্রুয়ারী) দুপুরে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ওই চার আ’লীগ নেতাকর্মীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ফরিদপুরের মধুখালী পৌরসভার ২ নং ওয়ার্ড আ’লীগের সহ-সভাপতি মো. সাহেব আলী শেখ (৫৫), একই উপজেলার আড়পাড়া এলাকার বাসিন্দা ও আ’লীগ কর্মী মো. চঞ্চল মোল্লা (২৪), জেলার সদরপুরের ঢেউখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক জয়নাল হাওলাদার (৪০) ও একই জেলার সালথার উপজেলার মাঝারদিয়া ইউনিয়ন আ’লীগ সাংগঠনিক সম্পাদক সেলিম মাতুব্বর (৪২)।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)  শৈলেন চাকমা বলেন, পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার জনকে গ্রেপ্তার করেছেন। এব্যাপারে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন।