ফরিদপুরে জিয়া পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর, সদস্য সচিব হেমায়েত
ফরিদপুর জেলায় ২৫ সদস্য বিশিষ্ট জিয়া পরিষদের নতুন কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। এতে মো. জাহাঙ্গীর মোল্লাকে আহ্বায়ক ও মো. হেমায়ত হোসেনকে সদস্য সচিব করা হয়েছে।
সোমবার (০১ ডিসেম্বর) দুপুরে কমিটির সদস্য সচিব মো. হেমায়েত হোসেন নতুন কমিটি গঠনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার (২৬ নভেম্বর) জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির মহাসচিব প্রফেসর ড. মো. এমতাজ হোসেন ও সিনিয়র যুগ্ম-মহাসচিব আব্দুল্লাহিল মাসুদ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
কমিটির অন্যান্যরা হলেন- যুগ্ম-আহ্বায়ক কাইয়ুম আহমেদ সাবু, মো. আকবর হোসেন, তারিক উজ জামান, মিজানুর রহমান, তারিকুল ইসলাম, আবুল কালাম আজাদ, সাদেকুর রহমান, আশীষ ইকবাল লিপটন, তোফাজ্জেল হোসেন, রায়হান উদ্দীন, সেলিম খন্দকার, আবু সাঈদ, রাজিবুল ইসলাম সালমান, এরশাদ মাতুব্বর।
এছাড়া, সদস্য শরিকুল ইসলাম সুজা, শেখ মান্নান লপি, ওয়াহিদুজ্জামান ওহিদ, লিটন মিয়া, রবিউল আলম, মাজহারুল ইসলাম মাজেদ, আশরাফুল আলম কবির, জামাল মোল্যা ও শাহাদাৎ হোসেন।

আপনার মতামত লিখুন
Array