খুঁজুন
বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ, ১৪৩২

ফরিদপুরে তিন গুণীজন পেলেন হুমায়ূন কবির সাহিত্য পুরস্কার

পান্না বালা, ফরিদপুর:
প্রকাশিত: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:২৫ পিএম
ফরিদপুরে তিন গুণীজন পেলেন হুমায়ূন কবির সাহিত্য পুরস্কার

কীর্তিমান কথাসাহিত্যিক, কবি, শিক্ষাবিদ, দার্শনিক ও ভারতের সাবেক কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হুমায়ূন কবিরের (১৯০৬-১৯৬৯) নামে তাঁর জন্মস্থান ফরিদপুরে এই প্রথম একটি সাহিত্য পুরস্কার চালু করা হয়েছে। ফরিদপুর সাহিত্য পরিষদ নামে একটি প্রতিষ্ঠান চলতি বছর থেকে এ পুরস্কার প্রবর্তন করেছে। এ বছর তিনজন গুণীকে ‘হুমায়ূন কবির সাহিত্য পুরস্কার-২০২৫’ নামে এ পুরস্কার দিচ্ছে প্রতিষ্ঠানটি। পুরস্কারপ্রাপ্ত এই তিনজন হলেন ইতিহাস গবেষণায় মোহাম্মদ আলী খান, কথাসাহিত্যে তাপস কুমার দত্ত এবং সাংবাদিকতায় সাদিয়া মাহ্জাবীন ইমাম।

 

শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ পুরস্কার বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ফরিদপুরের সাবেক জেলা প্রশাসক জালাল আহমেদ। সম্মানিত অতিথির বক্তব্য দেন দৈনিক ইত্তেফাক পত্রিকার সম্পাদক তাসমিমা হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল আহসান মোল্লা ও পুলিশ সুপার আবদুল জলিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি আলতাফ হোসেন এবং সঞ্চালনা করেন সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মফিজ ইমাম।

প্রধান অতিথির বক্তব্যে জালাল আহমেদ হুমায়ূন কবিরের বর্ণাঢ্য জীবন সম্পর্কে তুলে ধরেন। তিনি বলেন, হুমায়ূন কবির ছিলেন একজন ক্ষণজন্মা মহাপুরুষ। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দর্শন, ইতিহাস ও অর্থনীতিতে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন, যা উপমহাদেশে প্রথম ছিল। পাশাপাশি তিনি প্রগতিশীল রাজনীতিবিদ ছিলেন।

দৈনিক ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন বলেন, ‘আমাদের বাঙালির ঐতিহ্যের ইতিহাসকে যাঁরা সমৃদ্ধ করেছেন, তাঁদের আমরা জনসমক্ষে, আমাদের রাষ্ট্র পরিচালনায় দেখি না। ফরিদপুর সাহিত্য পরিষদ যেটি করেছে, সেই ধারাকে আবার পুনরুজ্জীবিত করবে। বাংলাদেশ আবার মাথা তুলে দাঁড়াবে। কাজেই আমাদের যার যতটুকু শক্তি আছে, ভালো কাজের সঙ্গে থাকব।’

অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত তিনজনকে নিয়ে নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এ তথ্যচিত্র তিনটি নির্মাণ করেছেন কথাসাহিত্যে পুরস্কারপ্রাপ্ত তাপস কুমার দত্ত। পুরস্কারপ্রাপ্তদের হাতে সনদ, ক্রেস্ট ও নগদ ৫০ হাজার টাকা তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।

অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত তিন গুণী তাঁদের অনুভূতি প্রকাশ করে আবেগঘন বক্তব্য দেন। পুরস্কার পেয়ে সাংবাদিক সাদিয়া মাহ্জাবীন ইমাম বলেন, ‘নিজের শহর থেকে পুরস্কার পেয়ে আনন্দিত। অন্যান্য পুরস্কারের তুলনায় এতগুলো স্বজনের মধ্যে পুরস্কার পাওয়া আমার জন্য সারা জীবনের গর্ব।’

ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘ফরিদপুর সাহিত্য পরিষদ এ বছর প্রথম কবি হুমায়ূন কবির সাহিত্য পুরস্কার প্রবর্তন করল। আমরা চাইছি এ পুরস্কার প্রতিবছর দিতে। প্রথমবার বলে এবারের আয়োজনে কিছু ভুলত্রুটি থাকতে পারে। এবারের আয়োজনের অভিজ্ঞতার আলোকে আগামী বছর থেকে সমগ্র উদ্যোগকে ঢেলে সাজানো হবে।’

 

সালথায় পুলিশের ওপর হামলার অভিযোগে কৃষকলীগ নেতা আটক

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৯:০৯ পিএম
সালথায় পুলিশের ওপর হামলার অভিযোগে কৃষকলীগ নেতা আটক

ফরিদপুরের সালথায় ওয়ারেন্টভুক্ত এক আসামীকে ধরতে গিয়ে খোরশেদ খান (৪৫) নামে এক কৃষক লীগ নেতার হামলার শিকার হয়েছেন পুলিশের সহকারী উপ-পরিদর্শক মুকুল। এ ঘটনায় ওই হামলাকারী কৃষকলীগ নেতাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

খোরশেদ খান গট্টি ইউনিয়নের কৃষকলীগের সহ-সভাপতি ও ওই গ্রামের উচমান খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া মোড় এলাকায় এক ওয়ারেন্টভুক্ত আসামীকে ধরতে যায় একদল পুলিশ। এ সময় ওই আসামীকে ধরতে বাধা দেন কৃষক লীগ নেতা খোরশেদ খান। এক পর্যায়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে থানার সহকারী উপ-পরিদর্শক মুকুল আহত হন।

বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলু রহমান খান বলেন, ওয়ারেন্টভুক্ত এক আসামীকে ধরতে গেলে খোরশেদ খান বাধা প্রদান করেন এবং পুলিশের ওপর হামলা চালায়। এতে থানার সহকারী উপ-পরিদর্শক মুকুল আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মহান বিজয় দিবসে চরভদ্রাসনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মুস্তাফিজুর রহমান শিমুল, চরভদ্রাসন:
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৬:৩৩ পিএম
মহান বিজয় দিবসে চরভদ্রাসনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মহান বিজয় দিবসে ফরিদপুরের চরভদ্রাসনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে চরভদ্রাসন সরকারী কলেজ মাঠে এ সংবর্ধনা দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল উদ্দিন।

সভার শুরুতে উপজেলার প্রায়াত মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরে ইউএনও জালাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোছাইন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ও মো. ফখরুজ্জামান প্রমুখ।

মধুখালীতে গড়াই সেতুর নবনির্মিত ডিজিটাল টোল ঘরের উদ্বোধন

মো. ইনামুল খন্দকার, মধুখালী:
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৬:১৩ পিএম
মধুখালীতে গড়াই সেতুর নবনির্মিত ডিজিটাল টোল ঘরের উদ্বোধন

ফরিদপুরের মধুখালীর কামারখালীতে গড়াই সেতুর নবনির্মিত টোল ঘরের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে নবনির্মিত ডিজিটাল এ টোল ঘর উদ্বোধন করেন সড়ক ও জনপথের (সওজ) গোপালগঞ্জ অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সাদিকুল ইসলাম।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- টোলের ইজাদার প্রতিষ্ঠান ও লোকমান হোসেন খান টেডার্সের স্বত্বাধিকার এবং পান্না গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আলহাজ্ব লোকমান হোসেন খান।

অন্যান্যর মধ্যে এাময় উপস্থিত ছিলেন- পান্না গ্রুপের পরিচালক আরিয়ান খান, মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান, পান্না গ্রুপের জিএম (প্রশাসন) শেখ মো. আবুল কালাম, মধুখালী উপজেলা বিএনপির সভাপতি মো. শাহাবুদ্দিন আহম্মেদ সতেজ, টোলের ম্যানেজার মো. মিজানুর রহমান সহ সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় সড়ক ও জনপথের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাদেকুল ইসলাম বলেন, টোল ঘরের কারণে অতিরিক্ত যানজট যেন সৃষ্টি না হয়, এতে জনগণের দুর্ভোগ হয়। সেদিকে অবশ্যই লক্ষ্য রাখার জন্য ইজারাদার প্রতিষ্ঠানকে অনুরোধ করেন।

একই সময় মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, টোল ঘর এলাকার যেকোনো প্রকার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।