বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৫ টার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ উক্ত কর্মসূচির আয়োজন করা হয়।
জাতীয়তাবাদী যুবদলের ফরিদপুর জেলা শাখার সভাপতি মো. রাজিব হোসেনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন- ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, যুবদল নেতা শামীম তালুকদার, কে এম জাফর প্রমুখ।
এ সময় বক্তারা সারা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন। বক্তারা গত ১৭ বছর আওয়ামী লীগের বিভিন্ন কর্মকান্ডের সমালোচনা করেন। আওয়ামীলীগ সরকার দেশ থেকে চলে গেলেও ষড়যন্ত্রকারীরা এখন ও রয়েছে। তারা দেশে একের পর এক বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাইতো সবাইকে এ ব্যাপারে সচেতন থাকার কথা বলেন।
এর পূর্বে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে এসে শেষ হয়। এ সময় জাতীয়তাবাদী যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন
Array