‘রাতের ভোটের মাধ্যমে আ’লীগ বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করেছে’ — আক্তার হোসেন
 
                                                                    এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, ‘আওয়ামী লীগের দোসরেরা চুপিসারে বাংলাদেশে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার স্বপ্ন দেখে। রাতের ভোটের মাধ্যমে আওয়ামী লীগ বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করেছে। দল হিসেবে এবং ব্যক্তি হিসেবে আওয়ামী লীগের সকলকে বিচারের মুখে দাঁড় করাতে হবে।’
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৩ টার দিকে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় ফরিদপুর শহরে পদযাত্রা শেষে জনতা ব্যাংকের মোড়ে আয়োজিত এক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য দেন, এনসিপির কেন্দ্রীয় কমিটির মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি, শ্রমিক উইংয়ের সমন্বয়ক মাজহারুল ইসলাম, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট জাহিদুল ইসলাম, এনসিপির ফরিদপুরের সমন্বয়কারী সৈয়দা নিলীমা দোলা ও কেন্দ্রীয় সমন্বয়ক তৌহিদ আহমেদ আশিক প্রমুখ।
ফরিদপুর পদযাত্রায় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, এসসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ও দক্ষিণাঞ্চল সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ্ প্রমূখ।
প্রসঙ্গত, ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে এনসিপির জেলা কমিটির আয়োজনে বৃহস্পতিবার সকাল থেকে মঞ্চে নেতাকর্মীরা আসতে শুরু করে। খুলনা থেকে সকালে রওনা হয়ে দুপুর দেড়টার দিকে এনসিপির কেন্দ্রীয় নেতারা গাড়ী বহর নিয়ে ফরিদপুর শহরে প্রবেশ করে সরাসরি ফরিদপুর সার্কিট হাউজে যান। সেখান থেকে দুপুর ২ টার দিকে পদযাত্রা নিয়ে কেন্দ্রীয় নেতারা বেলা আড়াইটার দিকে পদযাত্রা সহকারে তারা আলীপুরের মোড়ে ইমামউদ্দিন স্কয়ারে সমাবেশ মঞ্চে গিয়ে বক্তব্য রাখেন। পরে আলীপুরে এনসিপির ফরিদপুর জেলা অফিস উদ্বোধন করেন কেন্দ্রীয় নেতারা। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিয়ে ফরিদপুর শহর নিরাপত্তায় ঢাকা ছিল। এনসিপির পদযাত্রায় পুলিশ, র্যাব, কোস্টা গার্ড, বিজিবি, সেনাবাহিনী বিভিন্ন জায়গায় নিরাপত্তার দায়িত্বে ছিলেন।
 
                 
                
 
                 
                                 
                                 
                                                 
                                                 
                                                 
                                     
                                             
                                             
                                             
                                             
                                             
                                     
                                                    
আপনার মতামত লিখুন
Array