খুঁজুন
শনিবার, ১০ মে, ২০২৫, ২৭ বৈশাখ, ১৪৩২

‘আমাদের জীবনরেখা’: মোদীর বিশাল প্রকল্পের জন্য বাগান ও জমি হারানোর আশঙ্কায় কাশ্মীরিরা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৫৩ এএম
‘আমাদের জীবনরেখা’: মোদীর বিশাল প্রকল্পের জন্য বাগান ও জমি হারানোর আশঙ্কায় কাশ্মীরিরা

ভারত শাসিত কাশ্মীরের পুলওয়ামা জেলার ডাফেরপোরা গ্রামে শীতের এক ভোরে সাদা তুষারে ঢাকা মাটিতে মালিক হারুন শুয়ে আছেন।

ছত্রাকজনিত রোগের লক্ষণ পরীক্ষা করার জন্য তিনি একটি বাদাম গাছের ছালের উপর আঙুল রাখেন – যার মধ্যে শত শত গাছ রয়েছে -।

“ঠিক আছে,” তিনি বিস্মিত হয়ে বলেন।

দক্ষিণ পুলওয়ামার রুমশি নালা নদী দ্বারা পরিপূর্ণ মনোরম তুষারাবৃত পীর পাঞ্জাল পাহাড়ের পটভূমিতে হারুনের ১.২৫ একর (০.৫ হেক্টর) বাগান জমিতে প্রচুর পরিমাণে আপেল, নাশপাতি, বরই এবং বাদাম গাছ রয়েছে যা প্রতি বছর প্রায় ৩০ টন আপেল, নাশপাতি, বরই এবং বাদাম ফলন করে।

তবে, পুলওয়ামার ওই স্থানে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ নির্মাণের ভারত সরকারের সিদ্ধান্ত – যার মধ্যে মালিকের প্রায় সমস্ত জমি রয়েছে – তাকে এবং কাশ্মীরের হাজার হাজার অন্যান্য চাষীদের জমি কেড়ে নেওয়ার হুমকি দিচ্ছে, যা এই অঞ্চলের প্রায় ৪০ লক্ষ মানুষের অর্থনৈতিক জীবিকার উৎস।

“আমি তাদের ফসলের বিনিময়ে বছরে গড়ে ১১,০০০ ডলার আয় করি,” ২৭ বছর বয়সী হারুন আল জাজিরাকে বলেন।

২০১৯ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দু সংখ্যাগরিষ্ঠ সরকার ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করার পর থেকে ভারত-শাসিত কাশ্মীরে ব্যাপক অর্থনৈতিক অস্থিতিশীলতা এবং বেকারত্ব সংকট এড়াতে তার চার সদস্যের পরিবারকে এই আয় সাহায্য করেছে। এই অনুচ্ছেদটি বিতর্কিত অঞ্চল – যা পাকিস্তানও দাবি করে – অর্থ, প্রতিরক্ষা, পররাষ্ট্র এবং যোগাযোগ ব্যতীত সকল বিষয়ে নিজস্ব আইন প্রণয়নের অনুমতি দেয়। আইনটি বহিরাগতদের সেখানে সরকারি চাকরি গ্রহণ বা সম্পত্তি কিনতে বাধা দিয়ে অঞ্চলের বাসিন্দাদের আদিবাসী অধিকার রক্ষা করে।

অঞ্চলটির বিশেষ মর্যাদা বাতিল করার পাশাপাশি, মোদি সরকার এটিকে দুটি ফেডারেল শাসিত কেন্দ্রশাসিত অঞ্চল – জম্মু ও কাশ্মীর এবং লাদাখে বিভক্ত করেছে।

তারপর থেকে, সরকার কয়েক ডজন অবকাঠামো প্রকল্প ঘোষণা করেছে, দাবি করেছে যে তারা এই অঞ্চলে অর্থনৈতিক সমৃদ্ধি আনবে এবং এর জনগণকে ভারতের বাকি অংশের সাথে সংযুক্ত করবে।

কিন্তু বাসিন্দা এবং সমালোচকরা আশঙ্কা করছেন যে, এই প্রকল্পগুলির লক্ষ্য হল এই অঞ্চলের উপর নয়াদিল্লির নিয়ন্ত্রণ আরও জোরদার করা, বহিরাগতদের বসতি স্থাপনের মাধ্যমে এর জনসংখ্যার পরিবর্তন করা এবং ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী চীন ও পাকিস্তানের সাথে উত্তেজনাপূর্ণ সীমান্তবর্তী অঞ্চলে প্রবেশাধিকার বৃদ্ধি করা।

পুলওয়ামার বাসিন্দাদের মধ্যে যে প্রকল্পগুলি যথেষ্ট উদ্বেগের সৃষ্টি করেছে তার মধ্যে একটি হল একটি জাতীয় প্রযুক্তি ইনস্টিটিউট (এনআইটি) প্রতিষ্ঠা। এনআইটিগুলি দেশের সবচেয়ে স্বনামধন্য প্রযুক্তি স্কুলগুলির মধ্যে একটি সরকার পরিচালিত দেশব্যাপী ইঞ্জিনিয়ারিং কলেজগুলির একটি শৃঙ্খল। ২৪শে ডিসেম্বর জারি করা একটি সরকারি বিজ্ঞপ্তি অনুসারে, কলেজের জন্য ৬০০ একর (২৪৩ হেক্টর) জমি অধিগ্রহণ করা হচ্ছে, যার বেশিরভাগই প্রধান কৃষি ও উদ্যান জমি এবং চারণভূমি যা বাসিন্দারা জীবিকার জন্য নির্ভর করে।

হারুন বলেন, “প্রস্তাবিত জমি হস্তান্তর পুলওয়ামার ১০টি গ্রামের উপর প্রভাব ফেলবে।” “এই জমি আমাদের জীবনরেখা।”

তিনি বলেন যে এই গ্রামের বেশিরভাগ মানুষের উদ্যানপালন ছাড়া অন্য কোনও অর্থনৈতিক পেশা নেই।

“কিছু লোক জীবিকা নির্বাহের জন্য ভেড়া পালন করে কিন্তু তবুও, এই জমিগুলিতেই গবাদি পশু চরাতে আসে,” তিনি বলেন।

নতুন রেলপথ
এটি কেবল একটি কলেজ নয় যা সরকার এই অঞ্চলের জন্য পরিকল্পনা করেছে। ২০১৯ সাল থেকে, নয়াদিল্লি একাধিক মেগা প্রকল্প অনুমোদন করেছে – রাস্তা, টানেল, রেলপথ এবং আবাসিক কমপ্লেক্স – যা সমালোচকদের মতে কেবল প্রধান কৃষিজমি এবং জীবিকা ধ্বংস করতে পারে না, হিমালয় অঞ্চলের ভঙ্গুর ভূ-প্রকৃতিও ধ্বংস করতে পারে।

কাশ্মীরিরা অভিযোগ করে যে সরকার তাদের জমি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার সময় তাদের পাশে রেখেছে – সম্মতি বা যথাযথ ক্ষতিপূরণ ছাড়াই। ৬৫ বছর বয়সী গুলাম মুহাম্মদ তন্ত্রের দিরহামায় ১.২৫ একর (০.৫ হেক্টর) বাগান জমি রয়েছে, যা অনন্তনাগ জেলায় হাজার হাজার আপেল গাছে ঢাকা সবুজ ক্ষেতের বিশাল অংশের মধ্যে ১৫০টি বাড়ির একটি ছোট গোষ্ঠী।

“বাগানটি প্রতি বছর আমার প্রায় ১৩,০০০ ডলার আয় করে,” তন্ত্র বলেন।

কিন্তু এক বছর আগে ভারতীয় রেল কর্মকর্তারা দিরহামায় এই এলাকার জমির “জরিপ” পরিচালনা করার জন্য আসার পর তিনি তার সম্পত্তি হারানোর ভয় পান।

“রেলপথ মন্ত্রণালয় এই অঞ্চলে পাঁচটি নতুন রেলপথ যুক্ত করার জন্য একটি চূড়ান্ত অবস্থান জরিপ পরিচালনা করার ঘোষণা দেওয়ার আগে পর্যন্ত আমাদের কোনও ধারণা ছিল না। আমরা যেকোনো কিছুর মতো আতঙ্কিত হয়ে পড়েছিলাম। এটা আপনার খুব প্রিয় কিছু হারানোর মতো। আমরা এই জমি এবং এই গাছগুলিকে আমাদের সন্তানদের মতো লালন-পালন করেছি,” ট্যান্ট্রে আল জাজিরাকে বলেন।

 

Source: Aljazeera

ফরিদপুরে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে সাইবার অপরাধ নিয়ন্ত্রণে আলোচনা সভা

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ৪:০০ পিএম
ফরিদপুরে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে সাইবার অপরাধ নিয়ন্ত্রণে আলোচনা সভা
ফরিদপুরে শিক্ষার্থীদের নিয়ে সাইবার অপরাধ নিয়ন্ত্রণ ও তথ্য সুরক্ষায় করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৮ মে) ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ হলরুমে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জেলা বসুন্ধরা শুভ সংঘ।
বসুন্ধরা শুভ সংঘের ফরিদপুর জেলা সভাপতি তন্ময় রায়ের সভাপতিত্বে সাইবার অপরাধ নিয়ন্ত্রণ ও তথ্য সুরক্ষায় করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ ও শুভ সংঘের প্রধান উপদেষ্টা প্রফেসর এস এম আব্দুল হালিম।
ফরিদপুর জেলা শুভ সংঘের দপ্তর সম্পাদক তিহান আহমেদের পরিচালনায় এসময় আরো বক্তব্য রাখেন, কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম, উপদেষ্টা ও বাংলানিউজ২৪.কম-এর ফরিদপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট হারুন-অর-রশীদ, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি মো. নুর ইসলাম, জেলা বসুন্ধরা শুভ সংঘের সাধারণ সম্পাদক সোনীয়া সুলতানা, আপ্যায়ন বিষয়ক সম্পাদক বিপ্লব বিশ্বাস, কার্যনিবাহী সদস্য সনত চক্রবর্তী, শিক্ষার্থী অর্ঘ্য শিকদার ও ফয়সাল প্রমুখ।
বক্তারা বলেন, দিন দিন ই-মেইলসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার অপরাদের সাথে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ জড়িয়ে পড়ছে। যেকোন ডিভাইসে ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে আমরা সাইবার অ্যাটকের শিকার হতে পারি। তাই এসব বিষয়ে আমাদের আরো সচেতন হতে হবে। আমরা ভালকাজের জন্য ইন্টারনেট ব্যবহার করবো। কেউ বুলিং বা হয়রানির শিকার হলে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়ার কথা জানানো হয় আলোচনা সভায়।

সালথায় ধর্ষণ মামলা তুলতে চাপ প্রয়োগ, প্রাণ দিল স্কুল শিক্ষার্থী

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ১০:২৮ এএম
সালথায় ধর্ষণ মামলা তুলতে চাপ প্রয়োগ, প্রাণ দিল স্কুল শিক্ষার্থী
ফরিদপুরের সালথায় ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল ইতি ইসলাম (১৩) নামে এক স্কুল শিক্ষার্থীর মরদেহ।
পরে বুধবার (৭ মে) সকাল সাড়ে ১১ টার দিকে ওই স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ইতি উপজেলার গট্টি ইউনিয়ন সিংহপ্রতাপ গ্রামের মো. সিদ্দিক আলীর মেয়ে ও স্থানীয় একটি স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী।
নিহত স্কুল শিক্ষার্থীর পরিবারের দাবি, একটি ধর্ষণ মামলা তুলতে ইতিকে মোবাইল ফোনে বারবার চাপ দেওয়ায় সে আত্মহত্যা করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার সকালে বাড়ির সবাই কাজে গেলে সবার অজান্তে ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে ঝুল দেন ইতি। পরে স্থানীয়রা তাকে ঘরের আড়া থেকে নামালে ডাক্তার এসে তাকে মৃত্যু ঘোষণা করেন।
নিহত স্কুল শিক্ষার্থীর পরিবার জানায়, বিয়ের প্রলোভনে ইতিকে কয়েবার ধর্ষণ করে ফরিদপুর সদরের প্রতাবপুর এলাকার সোহেল (২২) নামের এক বখাটে। এ ঘটনায় সম্প্রতি সালথা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা সোহেলের বিরুদ্ধে। অতঃপর গত ১৪ মার্চ র‌্যাব-১০ অভিযান চালিয়ে পটুয়াখালী থেকে গ্রেপ্তার করে সোহেলকে। এ ঘটনার পর থেকে মামলা তুলতে বারবার ইতি ও তার পরিবারকে বারবার চাপ ও হুমকি দিয়ে আসছিল সোহেলের পরিবার। এই চাপ সহ্য করতে না পেরে ইতি আত্মহত্যা করেছে।
তবে এব্যাপারে সোহেলের পরিবার পলাতক থাকায় তার পরিবারের কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, ওই স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।

ফরিদপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ১০:২৬ এএম
ফরিদপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
ফরিদপুরের মধুখালী উপজেলার গোপালদী গ্রামে স্ত্রীকে হত্যার দায় স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে তিন বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (০৭ মে) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ আদেশ দেন।
সাজাপ্রাপ্ত নুর আলম ওরফে হুমায়ুন(৩৪) মধুখালী উপজেলার গোপালদী গ্রামের মোঃ শহীদ শেখের ছেলে। রায় ঘোষণার সময় নুর আলম আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাকে পুলিশ প্রহরায় কারাগারে নিয়ে যাওয়া হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, নিহত ওই নারীর বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলার দয়ারামপুর গ্রামে। মেয়ে হত্যার দায়ে তার পিতা কুতুব উদ্দিন মোল্লা গত ২০১৮ সালের ২৫ অক্টোবর স্থানীয় থানায় মামলা দায়ের করেন।
মামলার বিবরনে উল্লেখ করা হয়, গত ২০১৮ সালের ২৩ অক্টোবর দিবাগত রাত পৌনে একটার সময় আমার মেয়ের স্বামীর বাড়ি উপজেলার গোপালদী গ্রামে তার পরিবারের লোকজন যোগসাজশে যৌতুকের জন্য আমার মেয়েকে তাদের নিজ বাড়িতে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর আমার মেয়ে বিষপান করে আত্মহত্যা করেছে বলে প্রচারণা চালায়। এ বিষয়ে আমাকে এবং আমার পরিবারের কাউকে কিছু জানান না তার স্বামীর বাড়ির লোকজন। পরদিন ২৪ অক্টোবর ভোর ছয়টার সময় প্রতিবেশীদের মাধ্যমে ফোনে আমরা বিষয়টি জানতে পারি। ওই বাড়িতে গিয়ে পরিবারে কোন লোকজনকে না দেখে আমরা বিষয়টি পুলিশকে জানাই। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এর সত্যতা নিশ্চিত করে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, মামলাটিতে মোট ১২ জন সাক্ষী দেন। সকল আলামত ও সাক্ষীদের জবানবন্দীতে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দেন।