খুঁজুন
রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৫ শ্রাবণ, ১৪৩২

‘আমাদের জীবনরেখা’: মোদীর বিশাল প্রকল্পের জন্য বাগান ও জমি হারানোর আশঙ্কায় কাশ্মীরিরা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৫৩ এএম
‘আমাদের জীবনরেখা’: মোদীর বিশাল প্রকল্পের জন্য বাগান ও জমি হারানোর আশঙ্কায় কাশ্মীরিরা

ভারত শাসিত কাশ্মীরের পুলওয়ামা জেলার ডাফেরপোরা গ্রামে শীতের এক ভোরে সাদা তুষারে ঢাকা মাটিতে মালিক হারুন শুয়ে আছেন।

ছত্রাকজনিত রোগের লক্ষণ পরীক্ষা করার জন্য তিনি একটি বাদাম গাছের ছালের উপর আঙুল রাখেন – যার মধ্যে শত শত গাছ রয়েছে -।

“ঠিক আছে,” তিনি বিস্মিত হয়ে বলেন।

দক্ষিণ পুলওয়ামার রুমশি নালা নদী দ্বারা পরিপূর্ণ মনোরম তুষারাবৃত পীর পাঞ্জাল পাহাড়ের পটভূমিতে হারুনের ১.২৫ একর (০.৫ হেক্টর) বাগান জমিতে প্রচুর পরিমাণে আপেল, নাশপাতি, বরই এবং বাদাম গাছ রয়েছে যা প্রতি বছর প্রায় ৩০ টন আপেল, নাশপাতি, বরই এবং বাদাম ফলন করে।

তবে, পুলওয়ামার ওই স্থানে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ নির্মাণের ভারত সরকারের সিদ্ধান্ত – যার মধ্যে মালিকের প্রায় সমস্ত জমি রয়েছে – তাকে এবং কাশ্মীরের হাজার হাজার অন্যান্য চাষীদের জমি কেড়ে নেওয়ার হুমকি দিচ্ছে, যা এই অঞ্চলের প্রায় ৪০ লক্ষ মানুষের অর্থনৈতিক জীবিকার উৎস।

“আমি তাদের ফসলের বিনিময়ে বছরে গড়ে ১১,০০০ ডলার আয় করি,” ২৭ বছর বয়সী হারুন আল জাজিরাকে বলেন।

২০১৯ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দু সংখ্যাগরিষ্ঠ সরকার ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করার পর থেকে ভারত-শাসিত কাশ্মীরে ব্যাপক অর্থনৈতিক অস্থিতিশীলতা এবং বেকারত্ব সংকট এড়াতে তার চার সদস্যের পরিবারকে এই আয় সাহায্য করেছে। এই অনুচ্ছেদটি বিতর্কিত অঞ্চল – যা পাকিস্তানও দাবি করে – অর্থ, প্রতিরক্ষা, পররাষ্ট্র এবং যোগাযোগ ব্যতীত সকল বিষয়ে নিজস্ব আইন প্রণয়নের অনুমতি দেয়। আইনটি বহিরাগতদের সেখানে সরকারি চাকরি গ্রহণ বা সম্পত্তি কিনতে বাধা দিয়ে অঞ্চলের বাসিন্দাদের আদিবাসী অধিকার রক্ষা করে।

অঞ্চলটির বিশেষ মর্যাদা বাতিল করার পাশাপাশি, মোদি সরকার এটিকে দুটি ফেডারেল শাসিত কেন্দ্রশাসিত অঞ্চল – জম্মু ও কাশ্মীর এবং লাদাখে বিভক্ত করেছে।

তারপর থেকে, সরকার কয়েক ডজন অবকাঠামো প্রকল্প ঘোষণা করেছে, দাবি করেছে যে তারা এই অঞ্চলে অর্থনৈতিক সমৃদ্ধি আনবে এবং এর জনগণকে ভারতের বাকি অংশের সাথে সংযুক্ত করবে।

কিন্তু বাসিন্দা এবং সমালোচকরা আশঙ্কা করছেন যে, এই প্রকল্পগুলির লক্ষ্য হল এই অঞ্চলের উপর নয়াদিল্লির নিয়ন্ত্রণ আরও জোরদার করা, বহিরাগতদের বসতি স্থাপনের মাধ্যমে এর জনসংখ্যার পরিবর্তন করা এবং ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী চীন ও পাকিস্তানের সাথে উত্তেজনাপূর্ণ সীমান্তবর্তী অঞ্চলে প্রবেশাধিকার বৃদ্ধি করা।

পুলওয়ামার বাসিন্দাদের মধ্যে যে প্রকল্পগুলি যথেষ্ট উদ্বেগের সৃষ্টি করেছে তার মধ্যে একটি হল একটি জাতীয় প্রযুক্তি ইনস্টিটিউট (এনআইটি) প্রতিষ্ঠা। এনআইটিগুলি দেশের সবচেয়ে স্বনামধন্য প্রযুক্তি স্কুলগুলির মধ্যে একটি সরকার পরিচালিত দেশব্যাপী ইঞ্জিনিয়ারিং কলেজগুলির একটি শৃঙ্খল। ২৪শে ডিসেম্বর জারি করা একটি সরকারি বিজ্ঞপ্তি অনুসারে, কলেজের জন্য ৬০০ একর (২৪৩ হেক্টর) জমি অধিগ্রহণ করা হচ্ছে, যার বেশিরভাগই প্রধান কৃষি ও উদ্যান জমি এবং চারণভূমি যা বাসিন্দারা জীবিকার জন্য নির্ভর করে।

হারুন বলেন, “প্রস্তাবিত জমি হস্তান্তর পুলওয়ামার ১০টি গ্রামের উপর প্রভাব ফেলবে।” “এই জমি আমাদের জীবনরেখা।”

তিনি বলেন যে এই গ্রামের বেশিরভাগ মানুষের উদ্যানপালন ছাড়া অন্য কোনও অর্থনৈতিক পেশা নেই।

“কিছু লোক জীবিকা নির্বাহের জন্য ভেড়া পালন করে কিন্তু তবুও, এই জমিগুলিতেই গবাদি পশু চরাতে আসে,” তিনি বলেন।

নতুন রেলপথ
এটি কেবল একটি কলেজ নয় যা সরকার এই অঞ্চলের জন্য পরিকল্পনা করেছে। ২০১৯ সাল থেকে, নয়াদিল্লি একাধিক মেগা প্রকল্প অনুমোদন করেছে – রাস্তা, টানেল, রেলপথ এবং আবাসিক কমপ্লেক্স – যা সমালোচকদের মতে কেবল প্রধান কৃষিজমি এবং জীবিকা ধ্বংস করতে পারে না, হিমালয় অঞ্চলের ভঙ্গুর ভূ-প্রকৃতিও ধ্বংস করতে পারে।

কাশ্মীরিরা অভিযোগ করে যে সরকার তাদের জমি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার সময় তাদের পাশে রেখেছে – সম্মতি বা যথাযথ ক্ষতিপূরণ ছাড়াই। ৬৫ বছর বয়সী গুলাম মুহাম্মদ তন্ত্রের দিরহামায় ১.২৫ একর (০.৫ হেক্টর) বাগান জমি রয়েছে, যা অনন্তনাগ জেলায় হাজার হাজার আপেল গাছে ঢাকা সবুজ ক্ষেতের বিশাল অংশের মধ্যে ১৫০টি বাড়ির একটি ছোট গোষ্ঠী।

“বাগানটি প্রতি বছর আমার প্রায় ১৩,০০০ ডলার আয় করে,” তন্ত্র বলেন।

কিন্তু এক বছর আগে ভারতীয় রেল কর্মকর্তারা দিরহামায় এই এলাকার জমির “জরিপ” পরিচালনা করার জন্য আসার পর তিনি তার সম্পত্তি হারানোর ভয় পান।

“রেলপথ মন্ত্রণালয় এই অঞ্চলে পাঁচটি নতুন রেলপথ যুক্ত করার জন্য একটি চূড়ান্ত অবস্থান জরিপ পরিচালনা করার ঘোষণা দেওয়ার আগে পর্যন্ত আমাদের কোনও ধারণা ছিল না। আমরা যেকোনো কিছুর মতো আতঙ্কিত হয়ে পড়েছিলাম। এটা আপনার খুব প্রিয় কিছু হারানোর মতো। আমরা এই জমি এবং এই গাছগুলিকে আমাদের সন্তানদের মতো লালন-পালন করেছি,” ট্যান্ট্রে আল জাজিরাকে বলেন।

 

Source: Aljazeera

ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানের স্বরণে ফরিদপুরে ম্যারাথন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৬:৩৮ পিএম
ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানের স্বরণে ফরিদপুরে ম্যারাথন

ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থান স্বরণে ফরিদপুরে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৭ টার দিকে ‌
ফরিদপুর জেলা প্রশাসন, যুব উন্নয়ন অধিদপ্তর ও ফরিদপুর জেলা ক্রীড়া অফিসের যৌথ উদ্যোগে এর আয়োজন করা হয়।

ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার ইশরাত ‌ জাহান, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, জেলা ক্রীড়া অফিসার ‌ আল আমিন খন্দকার, এন সি পির ১ নং যুগ্ন সমন্বয়ক এস এম জাহিদ।

ম্যারাথনটি ‌ জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে ‌শহর প্রদক্ষিণ করে ‌ রাজবাড়ী রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়।

ম্যারাথনে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, সাবেক খেলোয়াড় বৃন্দ অংশগ্রহণ করেন।

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ফরিদপুরে বিএনপির মৌন মিছিল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৬:২৩ পিএম
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ফরিদপুরে বিএনপির মৌন মিছিল

oppo_0

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ফরিদপুরে জেলা বিএনপির উদ্যোগে মৌন মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‌ এ কর্মসূচির আয়োজন করা হয়।

জেলা বিএনপি’র ‌ সিনিয়র যুগ্ম আহবায়ক আফজাল হোসেন খান পলাশের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন- ‌যুগ্ন আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু, খন্দকার ফজলুল হক টুলু, দেলোয়ার হোসেন দিলা, যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, স্বেচ্ছাসেবক দলের মোজাম্মেল হোসেন মিঠু প্রমূখ।

জুলাই গণ অভ্যুত্থানে ফরিদপুর থেকে নিহত ছয় জন শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। বক্তারা বলেন, দেশের এই অবস্থায় জরুরী নির্বাচন অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠেছে। একটা নির্বাচিত সরকারের হাতে অন্তবর্তীকালীন সরকারকে দেশের দায়িত্ব দেওয়ার আহ্বান জানান। তারেক রহমানের নেতৃত্বেই দল পরিচালিত হবে। আর তাই সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান ‌।

এছাড়া দুপুরে ‌শহরের চকবাজার মসজিদে গণ অভ্যুত্থানে নিহত সকল শহীদদের প্রতি দোয়া ও মোনাজাত‌ অনুষ্ঠিত হয়।

ফরিদপুরে হাসপাতালের লিফটের নিচে পড়েছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৬:১৮ পিএম
ফরিদপুরে হাসপাতালের লিফটের নিচে পড়েছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের একটি লিফটের নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) সকাল ১১টার দিকে ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ) মো. শামসুল আলম জানান, হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের জানায় তাদের লিফটের নিচে অর্ধগলিত মরদেহ রয়েছে। পরে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের সঙ্গে একটি মোবাইল এবং কিছু কাগজ পেয়েছি। মরদেহটির পরিচয় সনাক্তের কাজ চলছে।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হুমায়ুন কবির জানান, মরদেহের বিষয়ে রাত ১২টার দিকে আমার স্টাফরা আমাকে জানালে পুলিশকে জানাই। পুলিশ সকালে মরদেহটি উদ্ধার করে।