অপারেশন ডেভিল হান্ট: ফরিদপুরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
নুরুল ইসলাম, সালথা-নগরকান্দা, ফরিদপুর:
প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:০৮ পিএম

ফরিদপুরের নগরকান্দায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার করা হয়েছে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. কামরান মাতুব্বর।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেপ্তার হওয়া ওই ছাত্রলীগ নেতাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। কামরান স্থানীয় সাবেক সংসদ সদস্য শাহদাব আকবরের ছত্রছায়ায় ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল বলেন, মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার আদালতে পাঠানো হয়।
আপনার মতামত লিখুন
Array