ইসকন নিষিদ্ধের দাবিতে চরভদ্রাসনে মানববন্ধন-স্বারকলিপি প্রদান
দেশব্যাপী গুম, খুন, ধর্ষণ ও সন্ত্রাসী তৎপরতার প্রতিবাদে হিন্দুত্ববাদী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে ফরিদপুরের চরভদ্রাসনে মানববন্ধন করেছে উপজেলা ওলামা পরিষদ।
রবিবার (২৬ অক্টোবর) সকাল ১১টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত চরভদ্রাসন সদর বাজার চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অর্ধঘন্টাব্যাপী এ মানববন্ধনে প্রায় শতাধিক মানুষ অংশ নেন। পরে সক্ষিপ্ত বক্তব্য শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি স্বারকলিপি প্রদান করেন তারা।
চরভদ্রাসন ওলামা পরিষদের সভাপতি মুফতি মো. জাকারিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন- সংগঠনটির সাধারণ সম্পাদক মুফতি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুফতী সেলিম হোসাইন, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম ফাহিম সহ স্থানীয় আলেম ওলামাগণ।
বক্তারা ইসকনকে উগ্রবাদী হিন্দু জঙ্গি সংগঠন আখ্যা দিয়ে বাংলাদেশে এর সকল কার্যক্রম নিষিদ্ধের দাবি জানানোর পাশাপাশি ধর্মীয় নেতা সহ গুম, খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি ও ছিনতাই রোধে প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেন।

আপনার মতামত লিখুন
Array