ফরিদপুরে ডাল ফসলের সংগ্রহোত্তর ব্যবস্থাপনা কলাকৌশল কৃষক প্রশিক্ষণ
আবিদুর রহমান নিপু, ফরিদপুর:
প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৩৫ পিএম

ফরিদপুরে ডাল ফসলের সংগ্রহোত্তর ব্যবস্থাপনা কলাকৌশল এবং পুষ্টিমান শীর্ষক কৃষক প্রশিক্ষণ, বারি মুসুর-৮ জাতের গবেষণা মাঠ পর্যবেক্ষণ, কৃষকের সাথে মাঠ দিবস ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহত্তর বরিশাল আঞ্চলের মাদারীপুর সক্ষমতা বৃদ্ধি আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্র এবং ফরিদপুর অঞ্চল ডাল ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের অর্থায়নে ও সরেজমিন গবেষণা বিভাগের আয়োজনে শনিবার (২২ ফেব্রুয়ারী) সকাল ১০ টার দিকে ফরিদপুর মসলা গবেষণা উপ-কেন্দ্রে কৃষকদের অংশগ্রহণে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
মাদারীপুর আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্র (বারি) এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. সেলিম আহমেদের সভাপতিত্বে, সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঢাকা শেরে বাংলা নগর কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের পরিকল্পনা কমিশনের (ফসল উইং) যুগ্ম প্রধান ফেরদৌসী আখতার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের পরিকল্পনা কমিশনের (ফসল উইং) উপ প্রধান রত্না শারমিন ঝরা, কৃষি মন্ত্রণালয়ের (পরিকল্পনা উইং) সিনিয়র সহকারী সচিব কামরুল ইসলাম খান।
এছাড়াও এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সাবেক পরিচালক ড. মো. সালেহ উদ্দিন, ডাল গবেষণা কেন্দ্রের সাবেক পরিচালক ড. মহিউদ্দিন, গাজীপুর (বারি) পরিকল্পনা ও মূল্যায়ন উইং পি এসও ড. এ. এইচ. এম ফজলুল কবির, গাজীপুর (বারি) ডাল গবেষণা উপকেন্দ্রের পিএসও এবং ডিপিডি ড. এ.কে.এম মাহবুবুল আলম, মসলা গবেষণা উপকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলাউদ্দিন খান, সরেজমিন গবেষণা বিভাগ ফরিদপুর অঞ্চলের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাহমুদুর রহমান শামীম, মাদারীপুর আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মামুনুর রশীদ সহ অন্যান্য বৈজ্ঞানিক কর্মকর্তারা। প্রশিক্ষণ শেষে কৃষকদের মাঝে বীজ শুকনো ও সংরক্ষণ উপকরণ বিতরণ করেন অতিথিবৃন্দ।
এরপরে বেলা সাড়ে ১২ টার দিকে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বসুনরসিংহদিয়া এলাকায় কৃষকের সাথে বারি মশুর-৮ জাতের ফসলের উপর মাঠ দিবস ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মাঠ দিবসে সংশ্লিষ্ট বৈজ্ঞানিক সহকারীসহ ৮০ জন কৃষাণ-কৃষানী উপস্থিত ছিলেন।
এরআগে সকাল সাড়ে ১১ টার দিকে রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুর গোপীনাথপুর এলাকায় বারি মশুর-৮ চাষের ডাল ফসল গবেষণা মাঠ পর্যবেক্ষণ করেন অতিথিরা।
আপনার মতামত লিখুন
Array