সালথায় ৭শ’ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। তবে এতে বড় ধরনের হতাহতের ঘটনা না ঘটলেও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
রবিবার (০৬ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার ভাঙ্গা-বরিশাল মহাসড়কের নওপাড়া সংলগ্ন প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে সামনে এ দূর্ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
হাইওয়ে পুলিশ,এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা দর্শনাগামী পূর্বাশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়।
স্থানীয় মাইক্রোবাস সমিতির সভাপতি মো. খোকন শেখ জানান, এ ঘটনায় কোন নিহতের ঘটনা না ঘটলেও কমপক্ষে ১৫ জনের মতো বাস যাত্রী আহত হয়েছেন।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। চালকের চোখে ঘুম ছিল। যার কারণে বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। তবে এতে বড় ধরনের কোন হতাহতের ঘটনা ঘটেনি। অল্প কয়েকজন যাত্রী হালকা-পাতলাভাবে আহত হয়েছেন।
ফরিদপুরের সদরপুর উপজেলায় হতদরিদ্র ও প্রতিবন্ধী মো. জাহাঙ্গীর হোসেনকে একটি ইজিবাইক প্রদান করা হয়েছে। ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা আলমগীর কবির তার ব্যক্তিগত উদ্যোগে এটি প্রদান করেন।
রবিবার (০৬ জুলাই) দুপুরে জাহাঙ্গীর হোসেনের হাতে ইজিবাইকের চাবি তুলে দেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
এ সময় আরও উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বদরুতজ্জামান বদু, যুগ্ম আহ্বায়ক জাফর খাঁ, উপজেলা কৃষক দলের আহ্বায়ক বাবুল কাজী, সদস্য সচিব আসাদ মৃধা, যুগ্ম আহ্বায়ক শেখ ফরিদ প্রমুখ।
ফরিদপুরে দুবাই প্রবাসী রাকিবুল হাসান নামের এক যুবকের দুই সন্তানসহ স্ত্রী নিখোঁজ রয়েছে। গত তিন ধরে ধরে নিখোঁজ থাকলেও কোথাও তাদের খোঁজ মিলছেনা বলে শনিবার (০৫ জুলাই) দুপুরে জানিয়েছেন ওই প্রবাসীর বড় ভাই মো. রফিকুল ইসলাম। এ ঘটনায় গত ২ জুলাই ফরিদপুরের কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়, ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের চরনশীপুর গ্রামের মৃত. আ. গফুর মন্ডলের ছেলে রাকিবুল হাসান দীর্ঘদিন যাবৎ দুবাই রাষ্ট্রে কর্মরত আছেন। সে বিদেশে থাকায় তার স্ত্রী মাকসুদা বন্যা (৩২) ও তার পুত্র সন্তান মাহি (০৯) এবং কন্যা সন্তান তাহিয়াকে (০৭) নিয়ে স্বামীর বাড়িতে বসবাস করে আসছে স্ত্রী। এমতাবস্থায় গত ২ জুলাই সকালে স্ত্রী সন্তানদের নিয়ে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বাহির হয়। এরপর থেকে নিখোঁজ রয়েছে।
ওই প্রবাসীর বড় মো. রফিকুল ইসলাম বলেন, আমরা আত্মীয়-স্বজনের বাসায় খোঁজাখুজি করেও তাদের সন্ধান পাইনি। যাওয়ার সময় দুই লাখ টাকা, তিন-চার ভরি স্বর্ণ ও কিছু জিনিসপত্র সাথে নিয়ে গিয়েছে। আমরা খুব উদ্বিগ্ন রয়েছি।
ফরিদপুরের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।
আপনার মতামত লিখুন
Array