খুঁজুন
বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১৬ শ্রাবণ, ১৪৩২

চ্যাম্পিয়নস ট্রফি: পাকিস্তানের স্টেডিয়ামে নেই ভারতের পতাকা!

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:২৮ পিএম
চ্যাম্পিয়নস ট্রফি: পাকিস্তানের স্টেডিয়ামে নেই ভারতের পতাকা!

চ্যাম্পিয়নস ট্রফির আগে পাকিস্তানের ভেন্যুগুলোতে উড়ছে অংশগ্রহণকারী সাত দলের পতাকা। কিন্তু সেখানে ভারতের পতাকা ‘মিসিং’।

এ নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে।

 

ভারতীয় সংবাদমাধ্যম ‘হিন্দুস্তান টাইমস’-এর খবরে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওকে ঘিরে তোলপাড় চলছে। যেখানে দেখা যায়, করাচির জাতীয় স্টেডিয়ামে সাতটি দলের পতাকা উড়তে দেখা গেলেও নেই ভারতের পতাকা।

ভিডিওটি ঘিরে ভারতে ব্যাপক তোলপাড় চলছে। দেশটির ক্রিকেটভক্তরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন। দেশটির মিডিয়াও এ নিয়ে একের পর এক সংবাদ প্রকাশিত হচ্ছে। তবে ‘টাইমস অব ইন্ডিয়া‘ বলছে, ভিডিওটির সত্যতা এখনো নিশ্চিত করা যায়নি।

পাকিস্তানের স্টেডিয়ামে ভারতের পতাকা কেন নেই, এ প্রশ্নের উত্তর এখনো অজানা থাকলেও; ধারণা করা হচ্ছে, যেহেতু ভারতীয় দল পাকিস্তানের মাটিতে কোনো ম্যাচ খেলবে না, তাই তাদের পতাকাও রাখা হয়নি।

রাজনৈতিক ও নিরাপত্তাজনিত কারণে ভারত চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের সবগুলো ম্যাচ খেলবে দুবাইয়ে। হাইব্রিড মডেলের এই আসর ঘিরে ভারত ও পাকিস্তানের ক্রিকেট বোর্ডের মধ্যে দ্বন্দ্বও প্রকাশ্যে আসে। এমনকি বাদ দিতে হয় উদ্বোধনী অনুষ্ঠান ও অধিনায়কদের প্রেস মিটও।

ভারত না খেললেও করাচিতে স্বাগতিক পাকিস্তান ছাড়াও খেলবে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও ইংল্যান্ড।

এর আগে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামেও ভারতের পতাকা না থাকার কথা শোনা গিয়েছিল। এই স্টেডিয়ামে টুর্নামেন্ট শুরুর আগে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানের ভিডিওতেও ভারতের পতাকা দেখা যায়নি।

২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়া পাকিস্তান এবারই প্রথম টুর্নামেন্ট আয়োজন করছে। ৮ বছর পর টুর্নামেন্টটি মাঠে গড়াচ্ছে বিতর্ক সঙ্গী করেই। ভারত গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ খেলবে দুবাইয়ে। আর যদি দলটির নক-আউট পর্ব ও ফাইনালে উঠতে পারে, তাহলেও তাদের ম্যাচগুলো হবে দুবাইয়েই।

আগামী ১৯ ফেব্রুয়ারি করাচিতেই হবে আসরের উদ্বোধনী ম্যাচ। যেখানে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান।

ইউনিয়ন পরিষদের কার্যক্রম স্থবির : সালথায় ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবী মেম্বারদের

সালথা প্রতিনিধি:
প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ৭:৩৭ পিএম
ইউনিয়ন পরিষদের কার্যক্রম স্থবির : সালথায় ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবী মেম্বারদের

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের গাড়ি ভাংচুর মামলা সহ বিভিন্ন মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী সালথা উপজেলার ৪নং ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক উজ্জমান ফকির মিয়ার অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন একই ইউনিয়নের ইউপি মেম্বাররা।

বুধবার (৩০ জুলাই) দুপুরে সালথা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় ইউপি চেযারম্যানের অপসারণ চেয়ে বক্তব্য রাখেন, ইউপি সদস্য আবু মোল্যা, মো. মামুন সরদার, মাহবুবুর রহমান, আদেল মোল্যা, আবু বক্কার প্রমূখ।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বিগত ৭/৮ মাস যাবত সালথা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ৪নং ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক উজ্জমান ফকির মিয়া বিভিন্ন মামলায় পলাতক রয়েছে। সে ইউনিয়ন পরিষদে না আসায় জনসাধারণ সেবা থেকে বঞ্চিত হচ্ছে, স্থবির হয়ে পড়েছে পরিষদের কার্যক্রম। গত ৫ই আগস্টের পর থেকেই তিনি পলাতক রয়েছেন। আমরা ইউনিয়ন পরিষদের সদস্যগণ জনসাধারণের সেবা নিশ্চিত করতে চেয়ারম্যানের অপসারণ চাই।

প্রতিদিনই ইউনিয়ন পরিষদে সেবা নেওয়ার জন্য এসে চেয়ারম্যানকে না পেয়ে ফিরে যায় অনেক সেবা প্রত্যাশী।

তিনি পরিষদে উপস্থিত না থাকার কারণে ইউনিয়ন চেয়ারম্যানকে অপসারণ করে প্যানেল চেয়ারম্যানের মাধ্যমে জনগণের সেবা নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

এব্যাপারে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভাওয়াল ইউপি চেয়ারম্যান ফারুকুজ্জামান ফকির মিয়ার বিরুদ্ধে দুটি মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে। তাকে আটকের অভিযান চলছে।

এবিষয়ে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিছুর রহমান বালী বলেন, ভাওয়াল ইউপি চেয়ারম্যানের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

ফরিদপুরে বৃত্তি পরীক্ষায় সুযোগের দাবিতে ৩৮ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মানববন্ধন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ৭:৩০ পিএম
ফরিদপুরে বৃত্তি পরীক্ষায় সুযোগের দাবিতে ৩৮ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মানববন্ধন

জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’-এই শ্লোগানকে সামনে রেখে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ নিশ্চিতের দাবিতে ফরিদপুরের বোয়ালমারীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে ৩৮ শিক্ষা প্রতিষ্ঠান।

বুধবার (৩০ জুলাই) দুপুরে বোয়ালমারী উপজেলা কিন্ডারগার্টেন সোসাইটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে উপজেলার ৩৮টি কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রায় সহস্রাধিক শিক্ষার্থী, শিক্ষক ও পরিচালকগণ অংশ নেন।

মানববন্ধন শেষে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভির হাসান চৌধুরীর কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন, বোয়ালমারী উপজেলা কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কবির আহমেদ বাবলু, বার্তা মডেল একাডেমির প্রতিষ্ঠাতা ও সাপ্তাহিক বোয়ালমারী বার্তা পত্রিকার সম্পাদক এ্যাড. কোরবান আলী, এস. এ রাজ্জাক একাডেমির অধ্যক্ষ মলয় কুমার বোস, এইস আর এস ইংলিশ মডেল একাডেমির পরিচালক আবুল হাসান, গুনবহা প্রি-ক্যাডেট এন্ড মডেল হাইস্কুলের পরিচালক কামরুজ্জামান কামরুল, বার্তা মডেল একাডেমির প্রধান শিক্ষক সাহেবুল আলম মিয়া, জি-কে কিন্ডারগার্টেনের শিক্ষক স্বরজিত রাজবংশী, নিউ মডেল প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক জ্যোতিরময় পাঠাক প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ‘বৃত্তি শুধু মাত্র আর্থিক অনুদান নয়, এটি একটি শিশুর আত্মবিশ্বাস, সামাজিক স্বীকৃতি এবং শিক্ষাগত অগ্রগতির অনুপ্রেরণা।’ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যখন দেখবে তাদের সাথে বৈষম্য হচ্ছে তখন তাদের মধ্যে নেতিবাচক প্রভাব বিস্তার করতে পারে। যা জাতীয় শিক্ষা নীতির সাম্যের পরিপন্থী। বৃত্তি পরীক্ষা দেওয়া প্রতিটি শিশুর মৌলিক অধিকার, এ অধিকার থেকে বঞ্চিত করা বা একদেশে দুই রকম শিক্ষা ব্যবস্থা চলতে পারে না।

  • এসময় উপজেলার ৩৮টি কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, শিক্ষক, পরিচালনা পর্ষদের সদস্য, অভিভাবক, পরিচালক ও সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে ।

সালথায় পুলিশের অভিযান : একটি বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার 

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ১:৫৫ পিএম
সালথায় পুলিশের অভিযান : একটি বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার 

ফরিদপুরের সালথায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র (৬ টি ঢাল, ৭টি বল্লম) উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ জুলাই) দিবাগত রাত ১ টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া গ্রাম থেকে ওই দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে আগুলদিয়া গ্রামের আব্বাস মাতুব্বরের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় তার বাড়ি থেকে দেশীয় অস্ত্র হিসেবে ৬টি ঢাল ও ৭টি বল্লম উদ্ধার করা হয়।

দেশীয় অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।