খুঁজুন
মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১২ কার্তিক, ১৪৩২

জাল দলিলে জীবিত মাকে ‘মৃত’ দেখিয়ে জমি দখলের চেষ্টা: কারাগারে কৃষকলীগ নেতা

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: বুধবার, ১৪ মে, ২০২৫, ১১:২০ এএম
জাল দলিলে জীবিত মাকে ‘মৃত’ দেখিয়ে জমি দখলের চেষ্টা: কারাগারে কৃষকলীগ নেতা
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের ৯নংওয়ার্ডের  (ইউপি) সদস্য এবং ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন জমি দখল ও জালিয়াতির মামলায় কারাগারে গেছেন।
বুধবার (১৪ মে) আসামি ইব্রাহিম হোসেনকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন এপিপি (সহকারী পাবলিক প্রসিকিউটর) দুলারী আক্তার।
এর আগে সোমবার (১২ মে) ফরিদপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৯নং আমলী আদালতের বিচারক শাওন আহমেদ এ আদেশ দেন।
এই মামলায় আরও অভিযুক্ত উপজেলা কৃষকলীগের সদস্য সচিব খান আমিরুল ইসলাম, জব্বার শেখ, ইয়ার আলী, আখি আক্তার ও সোহাগী বেগম—তাদের মধ্যে চারজনকে ২৮ দিনের অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়।
মামলার এজাহার অনুযায়ী, আয়েশা বেগমের পাঁচ ছেলের মধ্যে তিনজন জীবিত এবং দুইজন মৃত—আলমগীর ও অলিয়ার। আলমগীর ২০০৩ সালের ৬ সেপ্টেম্বর ১৭ বছর বয়সে অবিবাহিত অবস্থায় মারা যান। এরপর ২০১৪ সালে তার বাবা আব্দুর রহমান মোল্যা মৃত্যুবরণ করেন। মামলা নম্বর: আলফাডাঙ্গা সি.আর.-১৮/২৫। বাদী—৬২ বছর বয়সী আয়েশা বেগম।
অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২৩ মে আলফাডাঙ্গা সাব-রেজিস্ট্রার অফিসে ৮০৯/২৪ নম্বরের একটি জাল দলিল তৈরি করা হয়। দলিলে দাতা হিসেবে দেখানো হয় মৃত আলমগীরের সাজানো স্ত্রী সোহাগী বেগম এবং মেয়ে হিসেবে আখি আক্তারকে। অথচ আখির জন্ম ২০০৫ সালের ১০ সেপ্টেম্বর, অর্থাৎ আলমগীরের মৃত্যুর দুই বছর পর।
এই জাল দলিলের সহায়তায় আয়েশা বেগমকে (যিনি জীবিত) ‘মৃত’ দেখিয়ে একটি ভুয়া ওয়ারিশ সনদ তৈরি করা হয়। ওয়ারিশ সনদে ইউপি সদস্য ইব্রাহিম হোসেন শনাক্তকারী হিসেবে স্বাক্ষর করেন।
২০২৫ সালের ৯ জানুয়ারি (বৃহস্পতিবার) আয়েশা বেগমের পাড়াগ্রাম মৌজার বি.এস. খতিয়ান ২৩৫,  ৩৭১নম্বর দাগে জমিতে দখল নিতে গেলে অভিযুক্ত ইব্রাহিম ও তার সহযোগীরা উপস্থিত হন। বাধা দিলে ইব্রাহিম দাবি করেন—তিনি জমি ক্রয় করেছেন।
এ ঘটনায় আদালত ফরিদপুর পিবিআই-কে তদন্তের নির্দেশ দেন। তদন্ত কর্মকর্তা এসআই ওয়াহিদুজ্জামান অভিযোগের সত্যতা নিশ্চিত করে আদালতে প্রতিবেদন দাখিল করেন।
স্থানীয়রা জানান, ইউপি সদস্য ইব্রাহিম হোসেন এর আগেও একাধিক বিতর্কে জড়িয়েছেন। এক প্রবাসী—নিয়ামুলের স্ত্রী সঙ্গে পরকীয়ায় লিপ্ত থাকার সময় এলাকাবাসী তাকে হাতেনাতে ধরে ফেলে।

ফরিদপুরে সাঁড়াশি অভিযানে পুলিশের জালে আরও দুই ছিনতাইকারী 

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৪:১৯ পিএম
ফরিদপুরে সাঁড়াশি অভিযানে পুলিশের জালে আরও দুই ছিনতাইকারী 

ফরিদপুরে ছিনতাইকারীদের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযানে আরও দুই ছিনতাইকারী গ্রেপ্তার হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে ওই দুই ছিনতাইকারীকে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে ফরিদপুর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া দুই ছিনতাইকারী হলেন- ফরিদপুর শহরের চক ফতেহপুর এলাকার হাসেম মোল্লার ছেলে মুসা মোল্লা ও মধ্য আলীপুর এলাকার হালিম শেখের ছেলে নির্জন মাহমুদ হৃদয়।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন ফরিদপুর প্রতিদিন’কে বলেন, ‘ছিনতাইকারীদের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি এ অভিযান অব্যাহত থাকবে। কোনো ছিনতাইকারীদের ছাড় দেওয়া হবেনা।’

ফরিদপুরে ৮৫০ জন শিক্ষার্থীদের মাঝে ছাত্রশিবিরের কুরআন শরীফ উপহার 

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৪:০৪ পিএম
ফরিদপুরে ৮৫০ জন শিক্ষার্থীদের মাঝে ছাত্রশিবিরের কুরআন শরীফ উপহার 

ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজে শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরীফ উপহার দিয়েছেন ছাত্র শিবির।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্রশিবিরের আয়োজনে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ‌শিক্ষার্থীদের মাঝে বাংলা অর্থসহ কুরআন শরীফ উপহার দেওয়া হয়েছে।

এ সময় ৮৫০ জন শিক্ষার্থীর হাতে ‌পবিত্র কুরআন উপহার হিসেবে প্রদান করা হয়।

ছাত্রশিবিরের দলীয় সূত্রে জানা যায়, দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ‌শিক্ষার্থীদের মাঝে বাংলা অর্থসহ কুরআন শরীফ উপহার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থীদের কুরআন প্রশিক্ষণ দেওয়া শেষে শিক্ষার্থীদের হাতে বাংলা অনুবাদসহ কুরআন শরীফ উপহার দেওয়া হয়।

ইসলামী ছাত্রশিবির সরকারি রাজেন্দ্র কলেজ শাখার সভাপতি মো. ফাহিম বিশ্বাসের সভাপতিত্বে কুরআন উপহার অনুষ্ঠানের উদ্বোধন করেন, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম আব্দুল হালিম।

এ সময় কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. ওবায়দুর রহমান, ইসলামী ছাত্রশিবির ‌রাজেন্দ্র কলেজ শাখার সাধারণ সম্পাদক আশিকুর রহমান, শহর শাখার সাধারণ সম্পাদক হাসিবুল হাসান, সাহিত্য সম্পাদক দিদার হোসাইন প্রমূখ উপস্থিত ছিলেন।

এ মহতি উদ্যোগের জন্য উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে কোরআন উপহার দেওয়ার প্রশংসা করেছেন। বাংলা অর্থসহ কুরআন শরীফ উপহার দেওয়ায় সাধারণ শিক্ষার্থীরা সহজেই পড়তে ও বুঝতে পারবেন বলে তারা জানান।

এক প্রতিক্রিয়ায় ইসলামী ছাত্রশিবিরের ফরিদপুর শহর শাখার সভাপতি মো. আকমল হোসেন বলেন, অতীতে আমাদের এ রকম খোলামেলা জায়গায় কোন কর্মসূচি করার সুযোগ দেওয়া হয় নাই। এরকম শিক্ষার্থী বান্ধব কর্মসূচি আমাদের ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আজকের শিক্ষার্থীদের কুরআন উপহার দেওয়া কর্মসূচি দেশব্যাপী কর্মসূচির অংশ ছিল।

ফরিদপুরে ছিনতাইকারীদের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান, আরও ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১১:৫৩ এএম
ফরিদপুরে ছিনতাইকারীদের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান, আরও ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

ফরিদপুরে ছিনতাইকারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালাচ্ছে পুলিশ। এরই ধারাবাহিকতায় আরও চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন ওই চার ছিনতাইকারীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে ও গত রবিবার রাতে শহরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তবে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার হওয়া ছিনতাইকারীদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

এর আগে গত দু’দিনে আরও ১০ ছিনতাইকারীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন ফরিদপুর প্রতিদিন’কে বলেন, ‘ছিনতাইকারীদের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান চলছে। এ অভিযানের ধারাবাহিকতায় আরও চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে, এখনই তাদের নাম-পরিচয় জানাতে পারছিনা। আইনগত পক্রিয়া শেষে তাদের নাম-পরিচয় জানাতে পারবো। পুলিশের এ অভিযান অব্যাহত থাকবেও বলে জানিয়েছেন পুলিশ এ কর্মকর্তা।’