খুঁজুন
মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ২৩ বৈশাখ, ১৪৩২

নগরকান্দায় এসএসসির ২৩ পরীক্ষার্থী বহিষ্কার 

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশিত: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ৬:৪৬ পিএম
নগরকান্দায় এসএসসির ২৩ পরীক্ষার্থী বহিষ্কার 
ফরিদপুরের নগরকান্দায় একটি কেন্দ্রের ২৩ জন এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে ১২ টার দিকে নগরকান্দার সৈয়দা সাজেদা চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তাদের বহিষ্কার করা হয়।
জানা যায়, মঙ্গলবার সকাল ১০ টায় সৈয়দা সাজেদা চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসির ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল। পরে অসদুপায় অবলম্বন করায় ২৩ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
সৈয়দা সাজেদা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব মো. আত্তাপ হোসেন বলেন, অসদুপায় অবলম্বন করায় ইউএনও’র নির্দেশে ২৩ জন এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তারা সবাই নগরকান্দার বিভিন্ন স্কুলের শিক্ষার্থী।
এব্যাপারে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাফী বিন কবিরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও বক্তব্য জানা সম্ভব হয়নি।