ফরিদপুরের শতাধিক শ্রমজীবী মানুষকে নিয়ে ইফতার করল সমকাল সুহৃদ
হাসানউজ্জামান, ফরিদপুর:
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ৮:৪১ পিএম

ফরিদপুরের শ্রমজীবী মানুষের সাথে খোলা আকাশের নিচে একসাথে বসে ইফতার করল সমকাল সুহৃদ সমাবেশ।
সংগঠনটির উদ্যোগে বৃহস্পতিবার (০৬ মার্চ) সন্ধ্যায় ফরিদপুর শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে (শহর শাখা) শতাধিক ভ্যান, রিক্সাচালককে নিয়ে ইফতার করেন সুহৃদ নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন- সুহৃদ উপদেষ্টা প্রফেসর আলতাফ হোসেন, ফরিদপুর সুহৃদের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, সহ-সভাপতি নাজমুল ইসলাম মিরান ও হারুনার রশিদ, সাধারণ সম্পাদক আবরাব নাদিম ইতু, সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম, নারী সম্পাদক শামীমা নাসরিন শিমুসহ স্বেচ্ছাসেবী সদস্যরা।
শিক্ষক, স্বেচ্ছাসেবী নেতৃবৃন্দ, সাংবাদিক ও শিক্ষার্থীদের সাথে একসাথে বসে ইফতার করতে পেরে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন শ্রমজীবী মানুষ।
আপনার মতামত লিখুন
Array