ফরিদপুরে তরুণ প্রজন্মের মন জয় করলেন আরাফাত সামিন

ফরিদপুরে বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে এক অনন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
“আগামী বাংলাদেশের নির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা” শীর্ষক এ সভাটি রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুর শহরের হিতৈষী স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা।
সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মাইদুল ইসলাম স্মরণ।
অনুষ্ঠানে বক্তৃতা করেন- জেলা যুবদলের সভাপতি মো. রাজিব হোসেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী সৈয়দ আরাফাত আলী সামিন, সারদা সুন্দরি মহিলা কলেজ ছাত্রদল সভাপতি রিতু আক্তার, মাদ্রাসার শিক্ষার্থী মুফতি জামিল সিদ্দিকী প্রমুখ।
সভায় সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল তরুণ ছাত্রনেতা আরাফাত সামিনের ইন্টারেকশন সেশন। তিনি শিক্ষার্থীদের সাথে সরাসরি আলোচনা করেন, প্রেজেন্টেশনের মাধ্যমে তাদের মতামত শোনেন এবং ভবিষ্যতের ভিশন নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি জানার সুযোগ দেন। শিক্ষার্থীরা এই ভিন্নধর্মী উদ্যোগকে স্বতঃস্ফূর্তভাবে স্বাগত জানায়।
শিক্ষার্থীদের অনেকে মন্তব্য করেন—রাজনীতিতে এ ধরনের ‘স্মার্ট ও ইন্টেলেকচুয়াল যোগাযোগ’ নতুন দিগন্ত খুলে দিচ্ছে। তারা বিশ্বাস করেন, আরাফাত সামিনের মতো তরুণ নেতৃত্ব ফরিদপুরে ছাত্র সমাজের চিন্তাভাবনায় ইতিবাচক পরিবর্তন আনবে।
উল্লেখযোগ্য বিষয় হলো—সৈয়দ আরাফাত সামিন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ফরিদপুর জেলা বিএনপি আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা’র কনিষ্ঠ সন্তান।
শিক্ষার পরিবেশ ও পারিবারিক মূল্যবোধ থেকে পাওয়া শিক্ষা তাঁকে শিক্ষার্থীদের সাথে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করেছে। তাঁর উপস্থিতি ছাত্রদের কাছে রাজনীতিকে আরও সহজ, গ্রহণযোগ্য ও আস্থার জায়গায় নিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার পাঁচ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন
Array