খুঁজুন
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১ আশ্বিন, ১৪৩২

ফরিদপুরে যুবলীগের বিক্ষোভ মিছিল 

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ৮:৩৪ পিএম
ফরিদপুরে যুবলীগের বিক্ষোভ মিছিল 
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নানা স্লোগানে একটি বিক্ষোভ মিছিল করেছে যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ৮ টার দিকে ফরিদপুর সদরের ধুলদী জোড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বর্তমান নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ফরিদপুর জেলার সাবেক সহ-সভাপতি এবং বর্তমান জেলা যুবলীগের কর্মী দেবাশীষ নয়নের উদ্যোগে এসময় উপস্থিত ছিল বোয়ালমারী উপজেলা যুবলীগ নেতা গালিবুর রহমান গালিব মিয়া সহ বিভিন্ন যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মী।

পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে মধুখালীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ

মো. ইনামুল খন্দকার, মধুখালী:
প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ৮:২৬ পিএম
পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে মধুখালীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ

পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে ফরিদপুরের মধুখালী উপজেলায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর)বিকাল ৪ টার দিকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মধুখালী মডেল সরকারী প্রা. বিদ্যালয় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা – খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে মধুখালী মরিচ বাজার গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারির নির্বাচন আয়োজন, নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি নিশ্চিত, ফ্যাসিস্ট সরকারের গণহত্যা ও দুর্নীতির বিচারসহ ৫ দফা দাবি জানায় নেতাকর্মীরা।

এসময় মধুখালী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আলীমুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আমির আলীর সঞ্চলনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মধুখালী পৌর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি নওসের আলী চৌধুরী, উপজেলার জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি কামালউদ্দিন, পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি খলিলুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা হেমায়েতুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি কামালউদ্দিন, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইমরান খাঁন, উপজেলা যুব জামায়াতে ইসলামীর সভাপতি রাজিবুল হাসানসহ জামায়াতে ইসলামীর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে দায়িত্বশীল নেতৃবৃন্দ।

ফরিদপুরের কুমার নদে ১২৬ বছরের পুরনো ঐতিহ্যবাহী নৌকাবাইচ

এন কে বি নয়ন, ফরিদপুর:
প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ৮:১৯ পিএম
ফরিদপুরের কুমার নদে ১২৬ বছরের পুরনো ঐতিহ্যবাহী নৌকাবাইচ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ী এলাকায় কুমার নদে ১২৬ বছরের পুরনো ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দিকে নৌকা বাইচের আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসন থেকে সম্ভাব্য এমপি প্রার্থী ও আরডিডি গ্রুপের কর্নধার আজিজুল আকিল ডেভিড শিকদার। ঐতিহ্যবাহী নৌকা বাইচকে ঘিরে গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়।

স্থানীয় ছাড়াও দূর-দূরান্ত থেকে আগত নদের দুই পাড়ে ও নৌকায় চড়ে নদে বিভিন্ন শ্রেণির পেশার নারী-পুরুষ ভিড় জমায়। নৌকা বাইচ ও গ্রামীণ মেলায় কমপক্ষে চল্লিশ হাজার মানুষের সমাগম ঘটে। সকাল থেকেই সারাদিন ব্যাপী চলে গ্রামীণ মেলা। বিকালে অনুষ্ঠিত হয় নৌকা বাইচ। সব মিলিয়ে এই উৎসব ঘিরে অত্র অঞ্চলের মানুষের মিলন মেলায় পরিণত হয়।

নৌকা বাইচ প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে আগত ছোটবড় মিলিয়ে বাইচে অন্তত ১৫ টি নৌকা অংশ নেয়। এছাড়াও ট্রলার ও ছোট-বড় বিভিন্ন ধরনের কমপক্ষে এক হাজারের মতো নৌকায় চড়ে মানুষ এ উৎসব উপভোগ করেন।

সরেজমিনে দেখা যায়, উপজেলার তেলজুড়ি বাজার সংলগ্ন কুমার নদের দুই পাড়ে অসংখ্যক নারী-পুরুষ বিভিন্ন সাজে দাঁড়িয়ে নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করছেন। অনেকেই স্থানীয়ভাবে নৌকা ও ট্রলার ভাড়া করে এই উৎসবে মেতে ওঠেন। কয়েকদিন আগে থেকে আগত দোকানীরা গ্রামীণ মেলায় বিভিন্ন ধরনের মিষ্টির দোকান, ইলিশের দোকান, খেলনা ও বিভিন্ন খাবার দোকানের পসরা সাজিয়েছে। অত্র অঞ্চলের কমপক্ষে দশ গ্রামের মেয়েদের জামাইরা বউ,ছেলে-মেয়েদের নিয়ে শ্বশুরবাড়ি এসেছেন। আত্মীয়-স্বজন, পরিবার-পরিজন নিয়ে মেতে ওঠেন পুরনো ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলার উৎসব-আনন্দে।

নৌকা বাইচ ও মেলায় আগত চতুল ইউনিয়নের বাইখীর গ্রামের সুইট মন্ডল বলেন, ছোটকাল থেকে এই নৌকা বাইচ ও মেলায় আসি। গেন্ডারী কুশর (আখ) জিলাপি, আমিত্তি এ মেলার খুব জনপ্রিয় খাবার। এবারও ছেলে-মেয়েদের নিয়ে এসেছি। নৌকা বাইচ দেখে মেলা থেকে কেনাকাটা করছি।

স্থানীয় বাসিন্দা মো. সজল শরীফ বলেন, নৌকা বাইচ ও মেলা উপলক্ষে অত্র অঞ্চলের কমপক্ষে দশ গ্রামের মেয়েদের জামাইরা বউ,ছেলে-মেয়েদের নিয়ে শ্বশুরবাড়ি এসেছেন। আত্মীয়-স্বজন, পরিবার-পরিজন নিয়ে মেতে ওঠেন। এটা অত্র অঞ্চলের একটি ঐতিহ্যবাহীতে রুপ নিয়েছে। এবার মেলায় প্রায় ছোট-বড় মিলিয়ে ১৫ টি বাইচের নৌকা ছাড়াও ট্রলার ও বিভিন্ন ধরনের কমপক্ষে এক হাজারের মতো নৌকায় চড়ে মানুষ এ উৎসব উপভোগ করেন। মেলায় এবার কমপক্ষে চল্লিশ হাজারের মতো মানুষের সমাগম ঘটেছে।

মিষ্টি ব্যবসায়ী জব্বার মোল্লা বলেন, কয়েক যুগ ধরে এ নৌকা বাইচের মেলায় মিষ্টি বিক্রি করতে আসি। এবারও দোকান দিয়েছি। দোকানে জিলাপি, রসগোল্লা, আমৃত্তি, সন্দেশ, চমচমসহ বিভিন্ন মিষ্টি সামগ্রী রয়েছে। তবে আমিত্তি বেচাকেনাও বেশি হয়।

নৌকাবাইচ-মেলা আয়োজন কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান রইসুল ইসলাম পলাশ মিয়ার সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, আজিজুল আকিল ডেভিড সিকদার। নৌকা বাইচে অংশ নেওয়া বিজয়ীদের মাঝে ফ্রিজ এবং এলইডি টেলিভিশন পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া সকল নৌকাকে সান্ত্বনা পুরস্কার তুলে দেওয়া হয়।

ফরিদপুরে পানিতে ডুবে দুই শিশুসহ তিনজনের মৃত্যু

হারুন আনসারী, ফরিদপুর:
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৩১ পিএম
ফরিদপুরে পানিতে ডুবে দুই শিশুসহ তিনজনের মৃত্যু

ফরিদপুরে পানিতে ডুবে দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে।

ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের পশ্চিম ভাসানচর চৌধুরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিহত দু’জনের মরদেহ স্থানীয়দের সহায়তায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এ রিপোর্ট লেখার সময় (রাত ৮টা) এখনো এক শিশু নিখোঁজ রয়েছে।

নিহতরা হলেন, ওই গ্রামের বেলালউদ্দিন মৃধার স্ত্রী মালেকা বেগম (৭০) এবং তাঁর দুই নাতি তৌসিক (৬) ও সোয়াদ (৭)। নিহত দুই শিশু সম্পর্কে আপন চাচাতো ভাই। তৌসিকের বাবার নাম জহিরুল ইসলাম তোতা আর সোয়াদের বাবার নাম শরিফউদ্দিন মৃধা। তারা যথাক্রমে ভাসানচর প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম চৌধুরী বলেন, বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশে কুমার নদে গোসল করতে যায় আপন চাচাতো দুই ভাই শিশু সোয়াদ (৬) ও তৌসিফ (৭)। এসময় তারা পানিতে ডুবে যায়। তাদেরকে উদ্ধার করতে যেয়ে তাদের দাদিও পানিতে ডুবে যান। তবে তাদের নিখোঁজ হওয়ার বিষয়টি তাৎক্ষণিকভাবে কেউ জানতে পারেনি।

এদিকে, বিকেল সাড়ে পাঁচটার দিকে নদীতে দু’টি মরদেহ ভাসতে দেখে স্থানীয় জনতা ফায়ার সার্ভিসে খবর দেয়। এরপর মরদেহ উদ্ধার করলে তাদের পরিচয় জানা যায়।

ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মোহাম্মদ নিসার আলী বলেন, বিকেল পৌনে পাঁচটার দিকে দু’টি মরদেহ কুমার নদে ভেসে উঠেছে বলে খবর পেয়ে সেখানে উদ্ধার কর্মীরা ছুটে যান। সন্ধ্যা ৬টার দিকে তাদের উদ্ধার করার পর নিহতদের পরিচয় জানা যায়। এ ঘটনায় নিহত অপর শিশু সোয়াদ নিখোঁজ রয়েছে। তবে রাত হয়ে যাওয়ায় আজকের মতো উদ্ধার কাজ শেষ করা হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত নিখোঁজ শিশুর সন্ধান না মিললে পুনরায় উদ্ধার অভিযান চালানো হবে।