ফরিদপুরে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশিত: শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৫:৪৫ পিএম

ফরিদপুরে মাদক মামলার মিলন মোল্যা (৩৫) নামের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
শনিবার (২২ মার্চ) দুপুর ১২ টার দিকে ফরিদপুর সদরের চাঁদপুর এলাকা থেকে ওই সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া মিলন মোল্যা জেলা সদরের চতর খাড়াপাড়া এলাকার মৃত আঃ মালেক মোল্যার ছেলে।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক শামীম হাসান সরদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ফরিদপুরে সদরের চাঁদপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। এসময় ফরিদপুরের কোতয়ালী থানার জিআর নং- ৩৬৪/১৯, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, গ্রেপ্তারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন
Array