খুঁজুন
মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ১৪ শ্রাবণ, ১৪৩২

ফরিদপুরে যৌনপল্লীর শিশুদের থাকছেনা আর জন্মনিবন্ধন জটিলতা

রাশেদুল হাসান কাজল, ফরিদপুর:
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৪৫ পিএম
ফরিদপুরে যৌনপল্লীর শিশুদের থাকছেনা আর জন্মনিবন্ধন জটিলতা
ফরিদপুরে যৌনপল্লীর শিশুদের জন্মনিবন্ধন জটিলতা আর থাকছে না বলে জানিয়েছেন পৌরসভার প্রশাসক চৌধুরী রওশন ইসলাম।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) সকালে শহরের রথখোলা যৌনপল্লী পরিদর্শন এবং জন্ম নিবন্ধন কার্যক্রম পরিচালনা কার্যক্রম পরিদর্শন কালে তিনি এ কথা বলেন।
রওশন ইসলাম রথখোলা যৌনপল্লীর বাসিন্দাদের এসময় বলেন, যৌনপল্লীর শিশুরা এ দেশের নাগরিক। এই শিশুরা নানা কারণে জন্ম নিবন্ধন করতে সমস্যায় পরতেন। এখন থেকে সেই জটিলতা আর নেই। তিনি বলেন, এখানকার শিশুদের টিকা কার্ড বা কোন ডাক্তারের সাথে পরামর্শ করে বয়স নির্ধারণ করে যতটুকু পরিচয় পাওয়া যায় তার ভিত্তিতেই তাদের জন্ম নিবন্ধন করা হবে।
তিনি বলেন, এই শিশুরা জন্ম নিবন্ধন না করতে পেরে স্কুলে ভর্তি সহ অনেক ধরনের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হতো। নানা ধরনের হয়রানি ও অবহেলার শিকার হতো। তাদের সকল নাগরিক অধিকার ফিরিয়ে দিতে জন্ম নিবন্ধন কার্যক্রম সহজ করা হয়েছে।
তিনি আরও বলেন, এখন থেকে তারা আর পরিচয় সংকটে ভুগবে না।
তিনি এসময় সেখানকার বাসিন্দাদের সতর্ক করে দিয়ে বলেন, এখানে যেন কেউ একাধিক নাম ব্যবহার করে একাধিক জন্ম নিবন্ধন না করতে পারে এ বিষয়ে আপনারা খেয়াল রাখবেন। এজন্য বাচ্চা ও তার মায়ের ছবি জন্ম নিবন্ধনের সাথে বাধ্যতামূলক করা হয়েছে।
সকালে শহরের রথখোলা যৌনপল্লীর সংলগ্ন শাপলা মহিলা সংস্থার কার্যালয়ে যৌনপল্লীর বাসিন্দাদের নিয়ে এ বিষয়ে বিস্তারিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানজিলুর রহমান, ‌ হিসাব রক্ষণ কর্মকর্তা ‌ গোবিন্দ চন্দ্র মন্ডল, সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ আহাদুজ্জামান, স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ মামুন হোসেন, কম্পিউটার অপারেটর জন্ম নিবন্ধন শাখা সৌরভ ঘোষ, কম্পিউটার অপারেটর ইন্দ্রজিত পাল নিত্য, শাপলা মহিলা সংস্থা নির্বাহী পরিচালক চঞ্চলা মন্ডল, উপনির্বাহী পরিচালক  শ্যামল প্রকাশ অধিকার,  রীনা সাহা, লক্ষণ বিশ্বাসসহ সাংবাদিক ও পল্লীর বাসিন্দারা।

ফরিদপুরে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৫:০৫ পিএম
ফরিদপুরে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

ফরিদপুরে ১১ বছর বয়সী এক শিশুকন্যাকে ধর্ষণ মামলায় সাইফুর রহমান (৩০) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় আসামিকে এক লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ আদেশ দেন।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ পাহারায় কারাগারে নেয়া হয়।

সাজাপ্রাপ্ত সাইফুর রহমান ফরিদপুর পৌরসভার গুহলক্ষ্মীপুর এলাকার মহিউদ্দিন রহমানের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, পৌরসভার গুহলক্ষ্মীপুর এলাকার সাইফুর রহমানের বাড়িতে ওই শিশুকন্যা বাবা-মায়ের সঙ্গে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো। গত ২০২৩ সালের ২১ অক্টোবর রাতে সাইফুর রহমান ওই শিশুটিকে বাড়ির পেছনে নিয়ে ধর্ষণ করে। এক পর্যায়ে শিশুটি চিৎকার করলে তাকে ছেড়ে দেয় সাইফুর রহমান। পরে শিশুটিকে এ ঘটনা কাউকে বলতে মানা করে সাইফুর, কাউকে কিছু বললে, তাকে এবং তার বাবা-মা ও ভাইকে হত্যা করার হুমকি দেয়।

এরপর বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি তার পরিবারকে জানায় শিশুটি। পরে শিশুটির বাবা-মা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করে। মামলার সাক্ষ্য ও শুনানি শেষে মঙ্গলবার রায় ঘোষণা করেন আদালত।

এ বিষয়ে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, শিশুকন্যাকে জোরপূর্বক বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে সাইফুর রহমান। পরে শিশুটি বাড়িতে এসে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। এ ঘটনায় শিশুটির বাবা কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, এই রায়ে আমরা খুশি। বাদীপক্ষ ন্যায় বিচার পেয়েছে। এই রায়ের মধ্য দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে।

বোয়ালমারীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

কাজী আমিনুল ইসলাম, বোয়ালমারী:
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৪:০৫ পিএম
বোয়ালমারীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলার কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২০২২ ও ২০২৩ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় বোয়ালমারী উপজেলা থেকে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করা ৩০ জন কৃতি শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। এইচএসসির প্রতি শিক্ষার্থীকে ৩০ হাজার এবং এসএসসির প্রতি শিক্ষার্থীকে দশ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হয়েছে। এছাড়া সকল শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিমের (এসইডিপি) ব্যবস্থাপনায় এবং বোয়ালমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবদুছ ছাত্তার মিয়া।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জালাল উদ্দিনের পরিকল্পনা ও পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের গবেষণা, ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট কর্মকর্তা খান মাহমুদ মোর্শেদ।

অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন- কাদিরদী কলেজের অধ্যক্ষ নুরুজ্জামান মিয়া, সাপ্তাহিক বোয়ালমারী বার্তার সম্পাদক অ্যাডভোকেট কোরবান আলী, এয়াকুব আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ওবায়দুর রহমান, একাডেমিক সুপারভাইজার মোসা. আয়েশা খাতুন, শিক্ষার্থী আবিদা আলম রিনভি প্রমুখ।

 

ফরিদপুরে কেন্দ্রীয় মহিলালীগ নেত্রী আঞ্জুুুমান আরা আটক

নুরুল ইসলাম নাহিদ, সালথা-নগরকান্দা:
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ২:৫০ পিএম
ফরিদপুরে কেন্দ্রীয় মহিলালীগ নেত্রী আঞ্জুুুমান আরা আটক
ফরিদপুরের নগরকন্দায় অভিযান চালিয়ে আঞ্জুমান আরা বেগম (৫৫) নামে কেন্দ্রীয় আওয়ামী মহিলালীগের এক নেত্রীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম।
এর আগে সোমবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৫টা দিকে নগরকান্দা পৌরসভার  সরকারি কলেজ রোড সংলগ্ন নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।
আঞ্জামান আরা বেগম কেন্দ্রীয় মহিলা লীগের সদস্য ও  ফরিদপুর জেলা মহিলা লীগের সহ-সভাপতি। তিনি  নগরকান্দা উপজেলা মহিলা লীগের সভানেত্রী ও ফরিদপুর জেলা পরিষদের সাবেক সদস্য ছিলেন।  আঞ্জুমান আরা নগরকান্দার ছাগলদিয়া গ্রামের মৃত আব্দুস সামাম মাতুব্বরের মেয়ে।
আটকের সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম বলেন, ঢাকার ডিএমপির ডিবির একটি টিম মহিলা লীগের কেন্দ্রীয় ওই নেত্রী আঞ্জমান আরা’কে আটক করেছে। আমরা ঢাকার ডিএমপির ডিবির কাজে শুধু সহযোগিতা করেছি। তাঁকে ঢাকার ডিবি কার্যালয়ে নিয়ে গেছে। এখন কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে কিংবা তার বিরুদ্ধে নতুন করে কোন মামলা হবে কি-না এটা ডিএমপির ডিবি বলতে পারবে।