খুঁজুন
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ, ১৪৩২

ফরিদপুরে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে পাঁচ সন্তানের জনকের বিরুদ্ধে মামলা

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ৮:১৪ পিএম
ফরিদপুরে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে পাঁচ সন্তানের জনকের বিরুদ্ধে মামলা
ফরিদপুরের বোয়ালমারীতে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৩) ধর্ষণের ঘটনায় মুকুল শেখ (৪৮) নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ধর্ষণের ঘটনায় এক পর্যায়ে ওই শিক্ষার্থী অন্ত:সত্ত্বা হয়ে পড়েছে বলে জানা গেছে।
বুধবার (৯ এপ্রিল) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে ওই শিক্ষার্থীর বাবা বাদি হয়ে থানায় মামলাটি দায়ের করেন। এ ঘটনায় মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জেলার বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের কমলেশ্বরদী গ্রামের ১৩ বছর বয়সী ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল প্রতিবেশী কিতাবদী শেখের ছেলে মুকুল শেখ (৪৮)। মুকুল শেখ পাঁচ সন্তানের জনক। বিষয়টি জানতে পেরে শিশুটির বাবা মুকুলকে মেয়েকে উত্যাক্ত করতে নিষেধ করলে মুকুল শিশুটির বাবাকে হুমকি-ধমকি দেয়। এর জের ধরে চলতি বছরের গত ১২ জানুয়ারি বিকেলে শিশুটি বসতবাড়ির পাশের সরিষার ক্ষেতে শাক তুলতে গেলে মুকুল শেখ জোরপূর্বক শিশুটিকে ধর্ষণ করে। এক পর্যায়ে শিশুটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে গত ২৮ মার্চ তাকে বোয়ালমারী মোল্লা ডা. এ হালিম হাসপাতালের চিকিৎসক শোভন সাহাকে দেখানো হয়। সেখানে করা ডাক্তারি পরীক্ষায় নিশ্চিত হওয়া যায় শিক্ষার্থী দুই মাসের অন্ত:সত্ত্বা হয়ে পড়েছে। পরিবারের জিজ্ঞাসাবাদে শিক্ষার্থী জানায় মুকুল শেখ জোরপূর্বক তাকে ধর্ষণ করেছে। বিষয়টি জানাজানি হলে ওই শিক্ষার্থীর পরিবারের সদস্যরা মুকুল শেখকে এ বিষয়ে জিজ্ঞেস করলে সে (মুকুল) ধর্ষণের কথা অস্বীকার করে এবং মামলা-মোকদ্দমা করলে শিশুটির বাবাকে খুন-জখমের হুমকি দেয়। গত ৮ এপ্রিল অন্ত:সত্ত্বা শিশুটিকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেওয়া দেন। এ ঘটনায় কোন উপায়ন্তর না পেয়ে শিক্ষার্থীর বাবা বাদি হয়ে মঙ্গলবার দিবাগত রাতে বোয়ালমারী থানায় মামলা করেছেন। মামলা নম্বর-১৪।
এ বিষয়ে দাদপুর ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন বলেন, মেয়ের বাবার নিকট থেকে ঘটনাটি জানতে পেরেছি। গ্রামের মুরব্বিরা এলাকায় বসে মিমাংসা করার পক্ষে মতামত দিয়েছেন। তবে ভুক্তভোগীরা যেহেতু মামলা করেছেন আইন অনুযায়ী যা হয় সেটাই হবে।
মামলার বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, অভিযোগ পাওয়ার সাথে সাথেই মামলা রেকর্ড করা হয়েছে। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামীকে গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপর রয়েছে।

জামায়াতে ইসলামীর দলীয় প্রচারণা বৃদ্ধি করার লক্ষ্যে সালথায় লিফলেট বিতরণ

সালথা (ফরিদপুর) উপজেলা সংবাদদাতা:
প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৮:২১ পিএম
জামায়াতে ইসলামীর দলীয় প্রচারণা বৃদ্ধি  করার লক্ষ্যে সালথায় লিফলেট বিতরণ
ফরিদপুরের সালথা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) বিকেল ৪ টায় সালথা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে সংগঠনের আমির মাওলানা আবুল ফজল মুরাদ এর নেতৃত্বে সালথা বাজারে তাদের সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও সাধারণ জনগণের মাঝে তাদের দলীয় প্রচারণা বৃদ্ধি  করার লক্ষ্যে  লিফলেট বিতরণ করেন।
এ সময় সালথা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. তরিকুল ইসলাম , উপজেলা নায়েবে আমির আজিজুর রহমান মজনু, রামকান্তপুর ইউনিয়ন জামায়েত ইসলামীর আমির মো. ফারুক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় সালথা বাজারের ব্যবসায়ী ও জনসাধারণকে  জামায়াতে ইসলামী ও তাদের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে অবহিত করেন এবং দলীয় সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি করার লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।

ফরিদপুরে বাসের ধাক্কায় প্রাণ গেল দুই অটোভ্যান যাত্রীর

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৮:১৮ পিএম
ফরিদপুরে বাসের ধাক্কায় প্রাণ গেল দুই অটোভ্যান যাত্রীর
ফরিদপুরের মধুখালীতে বাসের ধাক্কায় অটোভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিনজন।
শনিবার (১৯ এপ্রিল) বিকেলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এর আগে একইদিন সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে মধুখালীর মেছোরদিয়া মোড়ে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার মেছরদিয়া গ্রামের মিঠুন বেপারীর ছেলে মিনহাজ বেপারী (১৫) ও কোটবাড়ির লক্ষণদিয়া গ্রামের মৃত হাসেন মাতুব্বরের ছেলে সোহরাব মাতুব্বর (৪৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে উপজেলার মেছোরদিয়া মোড়ে একটি ব্যাটারিচালিত ভ্যান রাস্তা পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস ধাক্কা দিলে ভ্যানে থাকা চালকসহ পাঁচজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই যাত্রীর মধ্যে একজন ও ঢাকায় নেওয়ার পথে আরেকজন মারা যান।
ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক ও সহযোগীরা পালিয়ে গেছেন।

ফরিদপুরে ঘরে ঝুলছিল এসএসসি পরীক্ষার্থীর মরদেহ

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৮:০৮ পিএম
ফরিদপুরে ঘরে ঝুলছিল এসএসসি পরীক্ষার্থীর মরদেহ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় হাসিব মোল্লা (১৮) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার চুমুরদী গ্রামের নিজের ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত হাসিব মোল্লা চুমুরদী গ্রামের মৃত লিটন মোল্লার পুত্র। সে ভাঙ্গা সরকারি পাইলট হাইস্কুলের থেকে এবারে এসএসসি পরীক্ষা দিচ্ছিল।
নিহতের মা বিউটি বেগম জানান, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে হাসিবকে পড়তে দেখে ঘুমাতে যাই। পরে রাত তিনটার দিকে কোনও শব্দ না পেয়ে রুমে গিয়ে হাসিবকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি।