‘ফ্যাসিস্টদের জায়গা এই বাংলার মাটিতে হবেনা’ — ঢাকা রেঞ্জ ডিআইজি
 
                                                                    ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক পুলিশ বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বলেন, ‘ফ্যাসিস্ট ও জঙ্গিবাদের সবকিছু উপড়ে ফেলতে হবে, ফ্যাসিস্টদের জায়গা এই বাংলার মাটিতে হবেনা। নিষিদ্ধ সংগঠনের যারা রয়েছেন তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। তা-না হলে জুলাই শহীদদের প্রতি অবমাননা করা হবে।’
মঙ্গলবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে ফরিদপুর পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভা ও জুলাই আন্দোলনের নিহতদের স্মরণে এক সভায় তিনি এসব কথা বলেন।
পুলিশের ঢাকা বিভাগের এই শীর্ষ কর্মকর্তা আরো বলেন, ‘পুলিশ বাহিনী সদস্যদের কোন অনিয়ম দুর্নীতি সহ্য করা হবে না। যদি কোন অপরাধ পরিলক্ষিত  হয় তাহলে পুলিশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া  হবে। কোনরকম অর্থনৈতিক অনিয়ম-দূর্নীতি এ ধরনের কোন কর্মকান্ডের সাথে সম্পৃক্ত হওয়া যাবেনা।’
ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিলের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল, পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার সৈয়দ হাসানুল কবীর সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
সভা শেষে জুলাই/২৪ খ্রিঃ শহীদ পরিবারদের খোঁজখবর নেন ডিআইজি। এছাড়া জেলা পুলিশের পক্ষ থেকে তাদের হাতে প্রীতি উপহার তুলে দেন।
 
                 
                
 
                 
                                 
                                 
                                                 
                                                 
                                                 
                                     
                                             
                                             
                                             
                                             
                                             
                                     
                                                    
আপনার মতামত লিখুন
Array