খুঁজুন
মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১২ কার্তিক, ১৪৩২

ভাঙ্গায় দুই গ্রুপের সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ১০

ভাঙ্গা প্রতিনিধি:
প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩৯ পিএম
ভাঙ্গায় দুই গ্রুপের সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ১০

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে জাকু মাতুব্বর (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

‎রোববার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের সোনাখোলা গ্রামে এ ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে সংঘর্ষের কারণ ভ্যান চুরি বলে জানা যায়।

‎ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানসিভ জুবায়ের নাদিম বলেন, এলাকায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনার পর হাসপাতালে আসার পরও দফায় দফায় মারামারি ঘটনা ঘটে। এ ঘটনায় একজন নিহত হন। দশজন আহত অবস্থায় হাসপাতালে আসেন। এরমধ্যে আশংকাজনক অবস্থায় দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

‎ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, খবর পেয়ে হাসপাতালে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। প্রাথমিকভাবে জানতে পেরেছি আধিপত্য নিয়ে দুইপক্ষের সংঘর্ষ একজন নিহত হয়েছেন। এতে অনেকে আহত হয়েছেন।

ফরিদপুরে সাঁড়াশি অভিযানে পুলিশের জালে আরও দুই ছিনতাইকারী 

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৪:১৯ পিএম
ফরিদপুরে সাঁড়াশি অভিযানে পুলিশের জালে আরও দুই ছিনতাইকারী 

ফরিদপুরে ছিনতাইকারীদের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযানে আরও দুই ছিনতাইকারী গ্রেপ্তার হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে ওই দুই ছিনতাইকারীকে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে ফরিদপুর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া দুই ছিনতাইকারী হলেন- ফরিদপুর শহরের চক ফতেহপুর এলাকার হাসেম মোল্লার ছেলে মুসা মোল্লা ও মধ্য আলীপুর এলাকার হালিম শেখের ছেলে নির্জন মাহমুদ হৃদয়।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন ফরিদপুর প্রতিদিন’কে বলেন, ‘ছিনতাইকারীদের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি এ অভিযান অব্যাহত থাকবে। কোনো ছিনতাইকারীদের ছাড় দেওয়া হবেনা।’

ফরিদপুরে ৮৫০ জন শিক্ষার্থীদের মাঝে ছাত্রশিবিরের কুরআন শরীফ উপহার 

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৪:০৪ পিএম
ফরিদপুরে ৮৫০ জন শিক্ষার্থীদের মাঝে ছাত্রশিবিরের কুরআন শরীফ উপহার 

ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজে শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরীফ উপহার দিয়েছেন ছাত্র শিবির।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্রশিবিরের আয়োজনে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ‌শিক্ষার্থীদের মাঝে বাংলা অর্থসহ কুরআন শরীফ উপহার দেওয়া হয়েছে।

এ সময় ৮৫০ জন শিক্ষার্থীর হাতে ‌পবিত্র কুরআন উপহার হিসেবে প্রদান করা হয়।

ছাত্রশিবিরের দলীয় সূত্রে জানা যায়, দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ‌শিক্ষার্থীদের মাঝে বাংলা অর্থসহ কুরআন শরীফ উপহার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থীদের কুরআন প্রশিক্ষণ দেওয়া শেষে শিক্ষার্থীদের হাতে বাংলা অনুবাদসহ কুরআন শরীফ উপহার দেওয়া হয়।

ইসলামী ছাত্রশিবির সরকারি রাজেন্দ্র কলেজ শাখার সভাপতি মো. ফাহিম বিশ্বাসের সভাপতিত্বে কুরআন উপহার অনুষ্ঠানের উদ্বোধন করেন, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম আব্দুল হালিম।

এ সময় কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. ওবায়দুর রহমান, ইসলামী ছাত্রশিবির ‌রাজেন্দ্র কলেজ শাখার সাধারণ সম্পাদক আশিকুর রহমান, শহর শাখার সাধারণ সম্পাদক হাসিবুল হাসান, সাহিত্য সম্পাদক দিদার হোসাইন প্রমূখ উপস্থিত ছিলেন।

এ মহতি উদ্যোগের জন্য উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে কোরআন উপহার দেওয়ার প্রশংসা করেছেন। বাংলা অর্থসহ কুরআন শরীফ উপহার দেওয়ায় সাধারণ শিক্ষার্থীরা সহজেই পড়তে ও বুঝতে পারবেন বলে তারা জানান।

এক প্রতিক্রিয়ায় ইসলামী ছাত্রশিবিরের ফরিদপুর শহর শাখার সভাপতি মো. আকমল হোসেন বলেন, অতীতে আমাদের এ রকম খোলামেলা জায়গায় কোন কর্মসূচি করার সুযোগ দেওয়া হয় নাই। এরকম শিক্ষার্থী বান্ধব কর্মসূচি আমাদের ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আজকের শিক্ষার্থীদের কুরআন উপহার দেওয়া কর্মসূচি দেশব্যাপী কর্মসূচির অংশ ছিল।

ফরিদপুরে ছিনতাইকারীদের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান, আরও ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১১:৫৩ এএম
ফরিদপুরে ছিনতাইকারীদের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান, আরও ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

ফরিদপুরে ছিনতাইকারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালাচ্ছে পুলিশ। এরই ধারাবাহিকতায় আরও চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন ওই চার ছিনতাইকারীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে ও গত রবিবার রাতে শহরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তবে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার হওয়া ছিনতাইকারীদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

এর আগে গত দু’দিনে আরও ১০ ছিনতাইকারীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন ফরিদপুর প্রতিদিন’কে বলেন, ‘ছিনতাইকারীদের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান চলছে। এ অভিযানের ধারাবাহিকতায় আরও চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে, এখনই তাদের নাম-পরিচয় জানাতে পারছিনা। আইনগত পক্রিয়া শেষে তাদের নাম-পরিচয় জানাতে পারবো। পুলিশের এ অভিযান অব্যাহত থাকবেও বলে জানিয়েছেন পুলিশ এ কর্মকর্তা।’