খুঁজুন
সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক, ১৪৩২

ভাঙ্গায় ১০ টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

আব্দুল মান্নান মুন্নু, ভাঙ্গা:
প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ৭:৪৭ এএম
ভাঙ্গায় ১০ টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

ফরিদপুরের ভাঙ্গায় ১০ টাকার লোভ দেখিয়ে প্রথম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে পাশের বাড়ির এক বৃদ্ধ লম্পট দাদার বিরুদ্ধে।

শুক্রবার (৩১ অক্টোবর) বেলা ১০টার দিকে ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী গ্রামের বৃদ্ধ লম্পট দাদা শাফি শিকদারের বিল্ডিংয়ের ভিতরে এঘটনা ঘটলেও শনিবার বিষয়টি জানাজানি হয়।

শিশুটি পূর্ব সদরদী গ্রামের বাবা বাদল শিকদার কন্যা ও পুর্ব সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির শিক্ষার্থী।

ঘটনার পর লম্পট বৃদ্ধর লোকজন ভুক্তভোগীর বিচার আশ্বাসের নামে ভয় দেখিয়ে থানায় যেতে ও মামলা করতে এবং মুখ খুলতে নিষেধ করছেন।
বর্তমানে লম্পট বৃদ্ধ গা ঢাকা দিয়েছে।

এঘটনায় শিশুটির মা বিচার দাবি করে বলেন , আমার ছোট মেয়ের সাথে আমার চাচা শশুর শফি শিকদার যে খারাপ কাজ করেছে। আমি তার উপযুক্ত বিচার চাই এবং তার শাস্তি চাই। আমার স্বামী এক দিনমজুর ও গ্রামে গ্রামে হেঁটে প্লাস্টিকের মালামাল বিক্রি করে। আমরা খুবই গরীব মানুষ। তাই গরীব মানুষ হিসেবে আমরা কোন বিচার পাচ্ছি না। শাফি শিকদার একজন প্রভাবশালী টাকা ওয়ালা। তার লোকজন আমাদেরকে থানায় যেতেও নিষেধ করছেন। বিচার ও পাচ্ছি না এবং প্রভাবশালীদের ভয়ে থানায়ও যেতে পারছি না। আমরা কার নিকট বিচার দাবি করবো। আমি এঘটনার বিচার চাই।

স্থানীয়দের দাবি, পূর্ব সদরদী গ্রামের শাফি শিকদার একজন লম্পট ও খারাপ চরিত্রের মানুষ। সে অনেক মহিলার সাথে খারাপ কাজ করে ধরা পড়েছে। আজ দরিদ্র ঘরের সাড়ে ৬ বছরের এক শিশুর সাথে যতটুকু খারাপ কাজ করেছে আমরা গ্রামবাসী তার বিচার চাই এবং শাস্তি চাই ।

এঘটনায় চুমুরদী ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও বাল্যবিবাহ এবং নারী নির্যাতন কমিটির সদস্য মোসা. ঝর্না আক্তার বলেন, আমার বাড়ির পাশে পূর্ব সদরদী শিকদার বাড়ির একটা ঘটনা ঘটেছে। আমি শুনেছি এবং শুনে খুব খারাপ লেগেছে। তখন আমি আবেগ আপ্লুত হয়ে বলতে বলতে কেঁদেও ফেলেছি। এঘটনা আমি একজন নারী হিসাবে কিভাবে বলি। যদি ভুক্তভোগীরা আমার নিকট আসে, আমি তাদের সাথে থেকে আইনগত সহযোগিতা করব।

এব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন বলেন, ‘ঘটনাটি শুনেছি। তবে কেউ এখন পর্যন্ত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ধানের শীষের প্রাথমিক তালিকায় নাম নেই যেসব ‘হেভিওয়েট’ বিএনপি নেতাদের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ১০:০০ পিএম
ধানের শীষের প্রাথমিক তালিকায় নাম নেই যেসব ‘হেভিওয়েট’ বিএনপি নেতাদের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। আজ সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ২৩২ আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রাথমিক এ তালিকায় বাদ পড়েছেন অন্তত ১২ হেভিওয়েট বিএনপি নেতা।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষিত তালিকা যাচাই করে দেখা গেছে, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টাদের মধ্যে বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন আলাল, চট্টগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী আসলাম চৌধুরী, এস এম ফজলুল হক, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালামের নাম নেই তালিকায়।

এ ছাড়া দলের ভাইস-চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান (পদ স্থগিত) ও সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য নেতা নাজিম উদ্দীন আলম, স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল এবং সহ-তথ্য বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী এ তালিকায় স্থান পাননি।

ফরিদপুরে বিএনপির মনোনয়ন পেলেন দুই নারী 

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৯:০৩ পিএম
ফরিদপুরে বিএনপির মনোনয়ন পেলেন দুই নারী 

আসন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর চারটি সংসদীয় আসনের জাতীয়তাবাদী দল বিএনপি তাদের দলীয় মনোনয়ন ঘোষণা করেছেন। এর মধ্যে ফরিদপুর -১ সংসদীয় আসন স্থগিত রেখেছেন, দলের পক্ষ থেকে জানানো হয়েছে এটি পরে ঘোষণা করা হবে।

বিএনপি’র কেন্দ্রীয় মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সোমবার (০৩ নভেম্বর) সন্ধ্যায় সারাদেশের বিএনপি ২৩২ টি আসনের ধানের শীষ প্রতীকে আগামী জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন।

এর মধ্যে ফরিদপুরের চারটি সংসদীয় আসনে দুজন নারীকে দলীয় প্রতিকের জন্য মনোনীত করেছেন।

এরা হলেন, ফরিদপুর -২ সংসদীয় আসনের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির সাবেক মহাসচিব কে,এম ওবায়দুর রহমানের কন্যা শামা ওবায়েদ ইসলাম। তিনি ফরিদপুর বিভাগীয় বিএনপি সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে, ফরিদপুর সদর-৩ আসনে ধানের শীষ দলীয় প্রতীক পেয়েছেন সাবেক এমপি, সাবেক মন্ত্রী ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান প্রয়াত চৌধুরী কামাল ইবনে ইউসুফের কন্যা চৌধুরী নায়াব ইউসুফ। তিনি জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক।

এছাড়াও ফরিদপুর-৪ সংসদীয় আসন থেকে বিএনপি দলীয় মনোনয়ন পেয়েছেন শহিদুল ইসলাম বাবুল। তিনি জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন।

ফরিদপুর ২ আসনের দলীয় মনোনয়ন পেয়ে এক প্রতিক্রিয়া শামা ওবায়েদ ইসলাম বলেন, সর্বপ্রথম মহান সৃষ্টিকর্তার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, এরপর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান,স্থায়ী কমিটির নীতি নির্ধারকদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

তিনি বলেন, দীর্ঘ ১৬-১৭ বছর আমার দল এবং এ দেশের মানুষ বহু কষ্ট এবং ত্যাগের বিনিময় দেশ আজ নির্বাচনমুখী হয়েছে, আমিও সেই ত্যাগের একজন অংশীদার।

তিনি আরও বলেন, আল্লাহপাক যদি আমাকে নির্বাচিত করেন আমার বাবা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত ওবায়দুর রহমানের অসমাপ্ত কাজ সম্পূর্ণ করার জন্য নিজেকে বিলিয়ে দেব।

ফরিদপুরে ছিনতাই বিরোধী অভিযানে ৬ ছিনতাইকারী গ্রেপ্তার

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৮:০৭ পিএম
ফরিদপুরে ছিনতাই বিরোধী অভিযানে ৬ ছিনতাইকারী গ্রেপ্তার

ফরিদপুরে ছিনতাই বিরোধী বিশেষ অভিযানে ৬ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (০৩ নভেম্বর) দুপুরে তাদের ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে রবিবার (০২ নভেম্বর) রাতের বিভিন্ন সময়ে ফরিদপুর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- জুবায়ের বিন মোস্তাক ওরফে প্রতিক, কাজী মিন্টু, মো. দিদার শেখ, রানা শেখ, মো. জাহিদ শেখ ও রাজু শেখ। ফরিদপুর শহরের বিভিন্ন এলাকায় তাদের বাড়ি।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে ছিনতাই ও মাদক কারবারের অভিযোগ রয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।’