সালথায় আবহমান গ্রামবাংলার ঐতিহ্য কাবাডি প্রতিযোগিতা
অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:২৭ এএম

faridpur protidin
তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ফরিদপুরের সালথায় আবহমান গ্রাম বাংলার ঐতিহ্য কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৮ জানুয়ারী) সকাল থেকে বিকাল পর্যন্ত সালথা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ খেলায় উপজেলা পর্যায়ে আটটি ইউনিয়ন অংশগ্রহণ করে। ফাইনালে যদুনন্দী ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রামকান্তপুর ইউনিয়ন।
উক্ত খেলার উদ্বোধন ও খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিছুর রহমান বালী।
এসময় সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ, উপজেলা প্রকৌশলী আবু জাফর মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. হুমায়ন কবির প্রমূখ।
খেলা পরিচালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক জাহিদ হাসান এমিলি।
আপনার মতামত লিখুন
Array