সালথায় এবার কৃষকদলের কর্মীকে হাতুড়িপেটা, ব্যথায় কাতরাচ্ছেন হাসপাতালে
ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:১৭ পিএম

একটির পর একটি হাতুড়িপেটার রেশ কাটতে না কাটতেই এবার হিরু মোল্লা (৬০) নামের কৃষক দলের এক কর্মীকে হাতুড়িপেটার ঘটনা ঘটেছে।
সোমবার (০৩ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার বালিয়াগট্টি বাজারে এ হাতুড়িপেটার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী পরিবার জানায়, কৃষক দলের কর্মী হিরু মোল্লাকে কুকুরে কামড় দিলে সে ভ্যাক্সিন নিতে বালিয়াগট্টি বাজারে যান। ভ্যাক্সিন নেওয়া শেষে সে ভ্যানে বাড়ি ফেরার পথে ১০-১২ জন যুবক তাকে পিঠে,পায়ে ও হাতে হাতুড়ি পেটা করেন। পরে তাকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন সে হাসপাতালের বিছানায় ব্যথায় কাতরাচ্ছেন।
এব্যাপারে ভুক্তভোগী হিরু মোল্লা বলেন, আমাকে স্থানীয় আ’লীগ নেতা জাহিদ মাতুব্বর ও নুরু মাতুব্বর ওরফে নুরু মেম্বারের লোকজন আমাকে হাতুড়িপেটা করেছেন। আমি এ হাতুড়িপেটার বিচার চাই।
তবে হাতুড়িপেটার বিষয়টি অস্বীকার করেছেন নুরু মাতুব্বর ওরফে নুরু মেম্বার।
তিনি বলেন, আমি এ হাতুড়িপেটার সঙ্গে জড়িত নই। এসব বানোয়াটি কথাবার্তা। শুনেছি ছোট বালিয়া গ্রামের কিছু লোকজন এসব করেছে।
এব্যাপারে সালথা উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসাইন বলেন, এই হাতুড়িপেটার ঘটনা বড় দুঃখজনক। কিছুদিন ধরেই ওই এলাকায় একের পর এক হাতুড়িপেটার ঘটনা ঘটে যাচ্ছে। আজ আমার চাচা হিরু মোল্যাকে পিঠে, হাতে ও পায়ে হাতুড়ি পেটা করা হয়েছে। হিরু মোল্যা কৃষক দলের সমর্থক।
তিনি আরও বলেন, কিছু দুষ্কৃতকারী ও আ’লীগের নেতাকর্মী বিএনপির নাম ধারণ করে এসব ঘটনা ঘটাচ্ছে। এদের দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনকে অনুরোধ করছি।
এব্যাপারে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন।
এব্যাপারে ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল বলেন, হাতুড়ি পেটার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেওয়া হবেনা।
উল্লেখ্য, এর আগে গত ২৯ ডিসেম্বর উপজেলার গট্টি ইউনিয়নের পাটপাশা বালিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. ইসহাক মাতুব্বরের ছেলে ইকরাম মাতুব্বরকে হাতুড়ি পেটা, গত ৭ জানুয়ারী বালিয়াগট্টি বাজারের সাইফুর রহমান শাওনকে হাতুড়িপেটা, গত ৩১ জানুয়ারী আতিক শেখকে হাতুড়ি পেটা করা হয়। এভাবে প্রতিনিয়ত হাতুড়িপেটার ঘটনায় ওই এলাকায় হাতুড়িপেটা আতঙ্কে দিনকাটাচ্ছে মানুষ। তবে, অদৃশ্য কারণে কেউ থানায় মামলা কিংবা অভিযোগ দিতে সাহস পাচ্ছেন না। এছাড়া একই এলাকায় কাসেম বেপারী নামের এক যুবকের হত্যাকে পুঁজি করে কোটি টাকার চাঁদাবাজির অভিযোগ রয়েছে।
আপনার মতামত লিখুন
Array