খুঁজুন
মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ, ১৪৩২

সালথায় পূর্ব শত্রতার জের ধরে অতর্কিত হামলা, আহত ৪

সালথা প্রতিনিধি:
প্রকাশিত: শনিবার, ১৪ জুন, ২০২৫, ২:১৯ পিএম
সালথায় পূর্ব শত্রতার জের ধরে অতর্কিত হামলা, আহত ৪
ফরিদপুরের সালথায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় অন্তত ৪ জন আহত হয়েছেন।
শনিবার (১৪ জুন) দুপুরে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান।
এর আগে শুক্রবার (১৩ জুন) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের বড় বালিয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বালিয়াগট্টি বাজার থেকে আক্কাস মোল্যা, হুমায়ূন মাতুব্বরসহ ৫/৭ জন বাড়ি ফিরছিলেন। পথেমধ্যে বড় বালিয়া এলাকায় পৌঁছালে তাদের ওপর দেশীয় অস্ত্র রামদা, হাতুড়ি ও লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষ। এসময় অন্তত ৪ জন আহত হয়। এদের মধ্যে আক্কাস মোল্যা ও হুমায়ূন মাতুব্বরের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আক্কাস মোল্যা বড় বালিয়া গ্রামের মৃত ফয়জুদ্দিন মোল্যার ছেলে ও হুমায়ূন মাতুব্বর একই গ্রামের নীল চাঁদ মাতুব্বরের ছেলে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, পূর্ব বিরোধ ও শত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় আহত দু’জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, এখনও এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক, ছাড় পাবেন যারা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ১০:৪০ পিএম
অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক, ছাড় পাবেন যারা

চার শ্রেণির করদাতা ছাড়া অন্য সব করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আজ রবিবার এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত বিশেষ আদেশে এ নির্দেশনা জারি করা হয়।

এতে বলা হয়, আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩২৮ এর উপ-ধারা (৪) এ প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় রাজস্ব বোর্ড ৪ আগস্ট থেকে ২০২৫-২০২৬ করবর্ষের জন্য সব স্বাভাবিক ব্যক্তি করদাতার অনলাইনে (www.ctaxnbf.gov.bd) আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে।

তবে বিশেষ আদেশে চার শ্রেণির করদাতাকে অনলাইনে রিটার্ন দাখিল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা হলেন-

১. ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা;

২. শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (যথাযথ সনদ দাখিল সাপেক্ষে);

৩. বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক;

৪. মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধিরা।

তবে শর্ত থাকে যে, এই চার শ্রেণির করদাতাও ইচ্ছা করলে অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন।

বিশেষ আদেশে আরও বলা হয়েছে, ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে উপরে উল্লিখিত করদাতা ব্যতীত অন্য যেকোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে সমর্থ না হলে ৩১ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে সুনির্দিষ্ট যৌক্তিকতাসহ আবেদন করলে সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদনক্রমে ওই করদাতা পেপার রিটার্ন দাখিল করতে পারবেন।

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিবেন যেভাবে

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ১০:৩১ পিএম
অনলাইনে আয়কর রিটার্ন জমা দিবেন যেভাবে

আগে আয়কর রিটার্ন মানেই লম্বা লাইন, কাগজপত্রের ঝামেলা, সময় আর টেনশন। কিন্তু এখন চাইলে বাসায় বসেই অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া যায়—একদম সহজভাবে।

 

 

আজকের লেখায় চলুন ধাপে ধাপে জেনে নিই কীভাবে আপনি নিজেই আয়কর রিটার্ন অনলাইনে জমা দিতে পারেন।

 

 

ধাপ ১: টিআইএন (TIN) নম্বর থাকলে তবেই শুরু

 

 

রিটার্ন জমা দেওয়ার জন্য প্রথমেই আপনার ই-টিআইএন (e-TIN) থাকতে হবে। যদি না থেকে থাকে, তাহলে [https://etaxnbr.gov.bd](https://etaxnbr.gov.bd) ওয়েবসাইটে গিয়ে কয়েক মিনিটেই রেজিস্ট্রেশন করে নিতে পারেন।

 

 

ধাপ ২: অনলাইনে রিটার্ন জমার ওয়েবসাইটে যান

 

 

অনলাইনে রিটার্ন জমা দিতে গেলে যেতে হবে এই ঠিকানায়: [https://etaxnbr.gov.bd](https://etaxnbr.gov.bd)

 

 

এই ওয়েবসাইটেই আপনি রিটার্ন ফরম পূরণ, জমা দেওয়া, এবং রিসিপ্ট ডাউনলোড – সব কিছু করতে পারবেন।

 

 

ধাপ ৩: অ্যাকাউন্ট খুলুন

 

 

প্রথমবার হলে আপনাকে সাইটে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। এখানে আপনার কিছু তথ্য লাগবে:

 

 

– টিআইএন নম্বর

 

 

– জাতীয় পরিচয়পত্র নম্বর

 

 

– মোবাইল নম্বর

 

 

– ইমেইল

 

 

এসব দিয়ে রেজিস্ট্রেশন করে অ্যাকাউন্ট খুলে নিন। এরপর লগইন করুন।

 

 

ধাপ ৪: আয়কর রিটার্ন ফরম পূরণ করুন

 

 

লগইন করার পর রিটার্ন ফরম আসবে। এখানে আপনাকে কিছু সহজ তথ্য দিতে হবে:

 

 

– আপনার মোট আয় (যেমন বেতন, ব্যবসা, ফ্রিল্যান্সিং ইত্যাদি)

 

 

– কর কাটা হয়েছে কি না

 

 

– কোনো কর ছাড় (যেমন চিকিৎসা খরচ, দান, বীমা ইত্যাদি)

 

 

– আপনার সম্পদের বিবরণ

 

 

চাকরিজীবীদের জন্য তথ্য দেওয়া অনেক সহজ—শুধু বেতন স্লিপ হাতে রাখলেই হবে।

 

 

ধাপ ৫: দরকার হলে কাগজপত্র যুক্ত করুন

 

 

সব সময় নয়, তবে কারও কারও ক্ষেত্রে কিছু স্ক্যান করা কাগজপত্র যুক্ত করতে হতে পারে। যেমন:

 

 

– ব্যাংক স্টেটমেন্ট

 

 

– বেতন স্লিপ

 

 

– পুরোনো রিটার্ন কপি ইত্যাদি

 

 

এসব পিডিএফ আকারে আপলোড করতে হবে।

 

 

ধাপ ৬: ফরম ভালো করে দেখে সাবমিট করুন

 

 

সব তথ্য দিয়ে ফরম পূরণ করার পর একবার ভালো করে দেখে নিন—কোনো ভুল আছে কি না। সব ঠিক থাকলে Submit বাটনে ক্লিক করে দিন।

 

 

ধাপ ৭: রিসিপ্ট ডাউনলোড করে রেখে দিন

 

 

রিটার্ন জমা দেওয়ার পর একটা Acknowledgement রিসিপ্ট পাবেন। এটাকে PDF আকারে ডাউনলোড করে কম্পিউটারে বা মোবাইলে রেখে দিন। ভবিষ্যতে কাজে লাগবে।

 

 

কিছু দরকারি কথা

 

 

সর্বশেষ সময় : সাধারণত প্রতিবছর ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন জমা দিতে হয়

 

 

জরিমানা এড়াতে : সময়মতো না দিলে জরিমানা বা অন্য ঝামেলা হতে পারে

 

 

যদি না পারেন : নিজে না পারলে একজন ট্যাক্স প্র্যাকটিশনার বা হিসাববিদের সাহায্য নিতে পারেন

 

 

অনলাইনে আয়কর রিটার্ন দেওয়া এখন অনেক সহজ। নিজে করলেই সময়, টাকা— দুটোই বাঁচে।

 

 

দেশের নাগরিক হিসেবে আমাদের সবারই উচিত নিয়মিত আয়কর রিটার্ন জমা দেওয়া। এতে যেমন আপনি আইনি ঝামেলা এড়াতে পারবেন, তেমন দেশের উন্নয়নে ছোট একটা অবদানও রাখতে পারবেন।

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুল অন্তর্ভুক্তির দাবিতে সালথায় মানববন্ধন 

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ১২:৪৯ পিএম
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুল অন্তর্ভুক্তির দাবিতে সালথায় মানববন্ধন 

“জুলাই বিপ্লবের বাংলায়, বৈষম্যের ঠাই নাই” এই স্লোগান সামনে রেখে ফরিদপুরের সালথায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে অংশগ্রহণের সুযোগ না দেয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৪ আগস্ট) সকাল ১০ টার দিকে সালথা উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ব্যানারে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন সালথা উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ ওয়ালীউজ্জামানের নেতৃত্বে এসময় বক্তব্য রাখেন- এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিপ্লব সাহা, সাংগঠনিক সম্পাদক সুজিত কুমার দত্ত সহ উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

বক্তরা বলেন, ‘সরকার যখন দেশের সব শিশুর জন্য সমান শিক্ষা অধিকার নিশ্চিত করার কথা বলছেন। সেখানে সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করে প্রাথমিক বৃত্তি পরীক্ষার অংশ নেওয়া থেকে বঞ্চিত করা হচ্ছে কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষার্থীদের। এমন বৈষম্যমূলক সিদ্ধান্তের পরিবর্তনের দাবি জানান তিনি। একই বয়সী শিক্ষার্থীরা একই পাঠ্যসূচিতে পঞ্চম শ্রেণিতে পড়ালেখা করলেও শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় সুযোগ দেয়া হচ্ছে। ফলে শিক্ষার্থীদের সঠিক মেধা যাচাই ও মূল্যায়নের জন্য কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের আগামী মেধা পরীক্ষায় অংশগ্রহণের সমান অধিকার রাখার জোরালো দাবি জানানো হয় সমাবেশ থেকে।’

মানববন্ধন শেষে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিচুর রহমান বালীর মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এ কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ প্রদান প্রসঙ্গে স্মারক লিপি প্রদান করা হয়।