খুঁজুন
বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৩০ শ্রাবণ, ১৪৩২

অপারেশন ডেভিল হান্ট: গাজীপুরে আটক ৭৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৩২ পিএম
অপারেশন ডেভিল হান্ট: গাজীপুরে আটক ৭৫

গাজীপুরে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান চালিয়ে ৭৫ জনকে আটক করা হয়েছে। আটক সবাই আওয়ামী লীগের নেতাকর্মী-সমর্থক।

 

 

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে গাজীপুর জেলা ও মেট্রোপলিটন এলাকায় অভিযান চালিয়ে ওই ৭৫ জনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, গাজীপুর জেলা ও মেট্রোপলিটন এলাকায় অপারেশন ডেভিল হান্ট অভিযান চালানো হয়। এই অভিযানে গাজীপুর জেলা পুলিশ ৪০ জনকে আটক করে। এদিকে গাজীপুর মেট্রোপলিটন এলাকা থেকে ৩৫ জনকে আটক করা হয়েছে। আটক সবাই আওয়ামী লীগের নেতাকর্মী-সমর্থক।

গাজীপুর মেট্রোপলিটনের উপ-কমিশনার (ডিসি ক্রাইম-উত্তর) রিয়াজ উদ্দিন আহম্মেদ জানান, গাজীপুর মেট্রোপলিটন এলাকা থেকে ৩৫ জনকে আটক করা হয়েছে। আটক সবাই আওয়ামী লীগের নেতাকর্মী।

এদিকে গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী যাবের সাদেক জানান, গাজীপুর জেলা পুলিশের অভিযানে ৫টি থানা এলাকা থেকে ৪০ জন আওয়ামী লীগের নেতাকর্মীকে আটক করা হয়েছে।